Instant Skin Glow: আমরা সবাই চাই যেন আমাদের ত্বক সবসময় উজ্জ্বল ও দাগহীন থাকে। কিন্তু, রোদে বের হলে সানট্যান হওয়া খুবই সাধারণ সমস্যা, বিশেষ করে গ্রীষ্মকালে তো বটেই। কিন্তু, দামি কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার না করেই আপনি ঘরে এমন একটি ফেসপ্যাক তৈরি করতে পারেন, যা ট্যান দূর করতে সাহায্য করবে। বলিউড অভিনেত্রী অবনীত কৌরের মত অনেকেই ত্বকের যত্ন নিতে এই ঘরোয়া টিপস ব্যবহার করেছেন এবং সাফল্য পেয়েছেন।
এই ফেসপ্যাকের মূল উপাদান হল হলুদ গুঁড়ো। যা বহু বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসা ও ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য, যা ত্বককে করে তোলে উজ্জ্বল, নরম এবং ট্যানমুক্ত।
আরও পড়ুন- পার্লারে নয়, ঘরেই মাত্র ১ চামচ নারকেল তেল মিশিয়ে পেয়ে যান রেশমি ও কালো চুল
উপকরণ আছে রান্নাঘরেই
-
১ চামচ হলুদ গুঁড়ো
-
১ চা চামচ মধু
-
১/২ লেবুর রস
-
১/২ চামচ টক দই
আরও পড়ুন- ওয়্যাক্সিং আর নয়! এই এক চমৎকার পাউডারেই মুখের লোম বৃদ্ধি হবে বন্ধ
কীভাবে তৈরি করবেন
-
প্রথমে একটি প্যানে একচামচ হলুদ গুঁড়ো দিন এবং হালকা আঁচে ভাজুন।
-
গুঁড়োটি যখন হালকা বাদামি রঙ ধারণ করবে, তখন চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিন।
-
ঠান্ডা হলে অন্য পাত্রে নিয়ে এতে মধু, লেবুর রস ও দই মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন।
আরও পড়ুন- শুধু কুকুর নয়, এই প্রাণীরাও মানুষের মুখ দেখে চিনতে পারে, বিজ্ঞান যা বলছে জানলে চমকে উঠবেন!
কীভাবে ব্যবহার করবেন
-
ফেসপ্যাকটি মুখ এবং ঘাড়ে লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করুন।
-
ম্যাসাজ করার পর আরও ১০ মিনিট রেখে দিন ওই ভাবেই।
-
এরপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।
এই ফেসপ্যাকটি সপ্তাহে এক বা দুইবার ব্যবহার করলে রোদে পোড়া দাগ, কালচে ছোপ এবং ব্রণর দাগ অনেকটাই ফিকে হয়ে যাবে।
আরও পড়ুন- ভুলেও এই ৮ জিনিস দিয়ে কখনও আপনার টিভির স্ক্রিন পরিষ্কার করবেন না, চরম ক্ষতি হয়ে যাবে!
সতর্কতা
-
প্রথমবার ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করুন। হাতের পাতায় বা কানের পিছনে লাগিয়ে ৩০ মিনিট দেখুন কোনও প্রতিক্রিয়া হচ্ছে কি না।
-
যাঁদের খুব সেনসিটিভ ত্বক, তাঁরা ব্যবহার করার আগে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।
-
লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, তাই এটি রাতে ব্যবহারের জন্য উপযুক্ত। দিনের বেলায় এই ফেসপ্যাক লাগালে সরাসরি রোদে যাবেন না।
কেন হলুদ এত কাজের?
হলুদের মধ্যে থাকা কারকিউমিন ত্বকের প্রদাহ কমায়, ব্যাকটেরিয়া মারে ও কালচে দাগ হালকা করে। এছাড়া এটি প্রাকৃতিক ব্লিচ বা পরিষ্কারক হিসেবে কাজ করে এবং ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা আনে। আর হলুদ, ত্বকের রঙে ভারসাম্য রক্ষা করে এবং ট্যান দ্রুত হালকা করে দেয়।
এই টিপসগুলোও কাজে লাগাতে পারেন
শুকনো ত্বকের ক্ষেত্রে এই প্যাকের সঙ্গে অল্প অলিভ অয়েল বা নারকেল তেল মিশিয়ে নিন। অতিরিক্ত ব্রণের সমস্যার ক্ষেত্রে মধুর পরিমাণ বাড়িয়ে নিন। মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।