Advertisment

মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চকোলেট ফাজ

ঘরে যেটুকু যা আছে, তাই দিয়ে জিভে জল আনা খাবার বানানো কিন্তু একরকমের চ্যালেঞ্জ বটে। কিন্তু এমন অনেক খাবার আছে, যা ঘরে বসে ঘুরতে ফিরতেই হয়ে যায়। যেমন চকোলেট ফাজ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লক ডাউন উঠে গেলেও ঘনঘন বাজার যাওয়ার উপায় নেই! তায় আবার খিদেও পায় বেশি বেশি। পাবে নাই বা কেন? সারাদিন হয় বাড়ি বসে কাজ, অথবা এটা সেটা করা! খিদে পেতেই পারে। কিন্তু ঘরে যেটুকু যা আছে, তাই দিয়ে জিভে জল আনা খাবার বানানো কিন্তু একরকমের চ্যালেঞ্জ বটে। কিন্তু এমন অনেক খাবার আছে, যা ঘরে বসে ঘুরতে ফিরতেই হয়ে যায়। যেমন চকোলেট ফাজ। ঘুরতে ফিরতে বানিয়ে ফেলতে পারেন জিভে জল আনা চকোলেট ফাজ।

Advertisment

উপকরণ

মাখন

পার্চমেন্ট পেপার

৩০০ গ্রাম ডার্ক চকোলেট

৪০০ গ্রাম কন্ডেন্সড মিল্ক

আরও পড়ুন, এই গরমে বাড়িতেই বানিয়ে ফেলুন তরমুজ স্মুদি

প্রণালি

" width="640" height="360" allowfullscreen="allowfullscreen" data-mce-fragment="1">

পার্চমেন্ট পেপার নিয়ে মাখন মাখিয়ে আলাদা সরিয়ে রাখুন

এবার ডার্ক চকোলেট নিয়ে ছোট ছোট টুকরো করে কাটুন, যাতে সহজে গলে যায়

এবার একটা গভীরতা বেশি, এমন পাত্র নিয়ে অল্প আঁচে গরম করুন। অল্প গরম হলে কন্ডেন্সড মিল্ক দিয়ে চকোলেটের টুকরোগুলো দিন।

৫ মিনিট ভালো করে নাড়ান, যাতে দুধে চকোলেটের টুকরোগুলো একেবারে মিশে যায়।

এবার মিশ্রণটি টিনের পাত্রে রাখুন, স্প্যাচুলা দিয়ে সমান করে নিন

এবার টিনের পাত্রটি রেফ্রিজারেটারে ঘণ্টা পাঁচেক রাখুন। পুরোটা জমে গেলে বার করে টুকরো টুকরো করে কাটুন। ভ্যানিলা আইসক্রিমের সঙ্গেও খেতে পারেন। এই গরমে দারুণ জমবে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

food
Advertisment