ট্যারানটুলা মাকড়সার নাম নিশ্চয় শুনেছেন সকলেই? কিন্তু ট্যারানটুলার বার্গার হতে পারে একথা কল্পনা করেছেন কখনও? হ্যাঁ, ঠিকই পড়েছেন। এবার আমেরিকার নর্থ ক্যারোলিনার একটি রেস্তোঁরার মিলছে এমনই বার্গার। এই বার্গারের টপিং হিসাবে ব্যবহার হয় টাটকা ভাজা ট্যারানটুলা মাকড়সা।
আপনার অবাক লাগলেও খাবার নিয়ে মানুষের এক্সপেরিমেন্ট কি আর থেমে আছে। যেমন ধরুন আপনার পছন্দ চিকেনের ঠ্যাং হলে জাপানের মানুষদের পছন্দ টুনা মাছের চোখের মনি, আবার চিনাদের খাবার টেবিলের মাষ্ট-হ্যাভ হল ডিপ ফ্রায়েড আরশোলা বা গঙ্গা ফড়িং। সেভাবেই এবার মেনুতে ট্যারানটুলার বার্গার।
শুধু মাকড়সার বার্গার নয়, আমেরিকার এই রেস্তোরায় বিগত ছ'বছর ধরেই মিলছে এমনই সব বিরল মাংস। ছোট কুমিরের মাংস থেকে অজগর, খরগোস, কচ্ছপের মাংস সবই রয়েছে এই রেস্তোঁরার মেনুতে। তবে আপনি যদি এইগুলো খেতে চান তাঁদের প্রথমে অংশ নিতে হবে একটি লটারীতে এবং লটারী যে জিতবে সেই পারবে এই মাংস চাখতে। বিজয়ী পুরো বার্গারটি শেষ করতে পারলে পাবেন একটি টি-শার্ট।
Anthony J. enjoyed his 3rd tarantula burger with us this weekend. He's also been enjoying EMM with us every year it's been going on & at 17, has enjoyed every exotic meat we've ever offered.
Hey, Jamal L. ticket #907724... now it's your turn. Give us a call and claim your ????️. pic.twitter.com/VHsRh5vCNz
— Bull City Burger (@BullCityBurger) 17 April 2018