Advertisment

Valentine's Week 2024: একসপ্তাহ ধরে ভ্যালেন্টাইন'স ডে-এর দিকে এগোন প্রেমিক-প্রেমিকারা, কী এর ইতিহাস, তাৎপর্য?

Valentine's Week Days List 2024: মোগল সম্রাট জাহাঙ্গির তাঁর বেগমকে খুশি রাখতে প্রতিদিন একটন তাজা গোলাপ নুরজাহানকে পাঠাতেন। রানি ভিক্টোরিয়ার যুগে প্রেমিক-প্রেমিকারা ভালোবাসা প্রকাশের জন্য পরস্পরকে লাল গোলাপ উপহার দিতেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Valentine's Week 2024, Valentine's Week Days List 2024, History and significance of Valentine's Day

Valentine's Week 2024: সপ্তাহের প্রতিটি দিনের আলাদা তাৎপর্য আছে। (ছবি- ফেসবুক)

History and significance of Valentine's Day Week: ফেব্রুয়ারি মাস মানেই বিশ্বজুড়ে প্রেমের জয়গান। কারণ, এই মাসেই রয়েছে বিখ্যাত ভ্যালেন্টাইন'স ডে। অর্থাৎ, আন্তর্জাতিক দুনিয়ার স্বীকৃত প্রেমদিবস। যার জন্য অপেক্ষা করে থাকেন বিশ্বের অসংখ্য মানুষ। ভ্যালেন্টাইনস ডে-এর আগে সপ্তাহজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন'স উইক। যার শুরু হয় ৭ ফেব্রুয়ারি। শেষ হয় ১৪ ফেব্রুয়ারি।

Advertisment
  • প্রথম ভ্যালেন্টাইন'স ডে পালিত হয় ৪৯৬ খ্রিস্টাব্দে।
  • বধ্যভূমিতে নিয়ে যাওয়ার আগে কারাপ্রধানের মেয়েকে প্রেমপত্র লিখেছিলেন।
  • মোগল সম্রাজ্ঞী নুরজাহান নিজেও লাল গোলাপ পছন্দ করতেন।

ইতিহাস যা বলে
রোমান রাজা ক্লডিয়াস বিশ্বাস করতেন যে প্রেম ও বিবাহ পুরুষের বুদ্ধি এবং শক্তিকে ধ্বংস করে। তাঁর নির্দেশ ছিল রাষ্ট্রের সৈন্য ও অফিসাররা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। সেই সময়কার এক যাজক সেন্ট ভ্যালেন্টাইন রাজার এই আদেশের বিরোধিতা করেন। তিনি রোমের রাজার আদেশের বিরুদ্ধে গিয়ে অনেক অফিসার ও সৈন্যর বিয়ে দেন। যা জানতে পেরে রাজা খুবই রেগে যান। তিনি ১৪ ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। কারাগারে থাকাকালীন ভ্যালেন্টাইন কারা প্রধানের মেয়ের প্রেমে পড়েছিলেন। ১৪ই ফেব্রুয়ারি যখন তাঁকে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য বধ্যভূমিতে নিয়ে যাওয়া হয়েছিল, তার আগে তিনি কারাপ্রধানের মেয়ের উদ্দেশ্যে একটি প্রেমপত্র পাঠিয়ে দিয়েছিলেন। যাতে লেখা ছিল, 'তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে'। প্রথম ভ্যালেন্টাইন'স ডে পালিত হয় ৪৯৬ খ্রিস্টাব্দে।

Rose-Day, Valentines-Day-Week
Rose-Day-Valentines-Day-Week: প্রতিটি দিনের আলাদা তাৎপর্য আছে। (ছবি-ফেসবুক)

৭ ফেব্রুয়ারি (Rose Day বা রোজ ডে বা গোলাপ দিবস)
ভ্যালেন্টাইনস সপ্তাহ শুরু হয় রোজ ডে বা গোলাপ দিবস দিয়ে। গোলাপ লাল, গোলাপি, হলুদ, কমলা, সাদা। প্রতিটি গোলাপের আলাদা অর্থ আছে।

সাদা গোলাপ- ক্ষমা চাওয়ার প্রতীক।
কমলা গোলাপ- পছন্দ জানানোর প্রতীক।
হলুদ গোলাপ- বন্ধুত্বের প্রতীক।
গোলাপি গোলাপ- সেরা বন্ধুত্বের প্রতীক।
লাল গোলাপ- ভালোবাসার প্রতীক।

সপ্তাহটা যেহুতু প্রেমের বা ভালোবাসার, তাই ৭ ফেব্রুয়ারি লাল গোলাপ উপহার দেওয়ার চল আছে। ভালোবাসার প্রতীক হিসেবে লাল গোলাপ ব্যবহারের চল বহুদিনের। রানি ভিক্টোরিয়ার যুগে প্রেমিক-প্রেমিকারা ভালোবাসা প্রকাশের জন্য পরস্পরকে লাল গোলাপ উপহার দিতেন। শুধু তাই নয়। কথিত আছে মোগল সম্রাজ্ঞী নুরজাহান নিজেও লাল গোলাপ পছন্দ করতেন। তাঁকে ভালোবেসে বিয়ে করেছিলেন মোগল সম্রাট জাহাঙ্গির। তিনি তাঁর বেগমকে খুশি রাখতে প্রতিদিন একটন তাজা গোলাপ নুরজাহানকে পাঠাতেন। এসব কথা মাথায় রেখেই ভ্যালেন্টাইস ডে সপ্তাহের শুরুটা রোজ ডে রাখা হয়েছে।

৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার (Propose Day বা প্রপোজ ডে বা প্রস্তাব দিবস)
এই দিনটিতে প্রেমিক ও প্রেমিকারা পরস্পরকে প্রোপোজ করেন। নিজেদের মনের কথা এবং ভালোবাসার কথা জানান। প্রেমিক ও প্রেমিকারা যেমন গোলাপ ফুল উপহার দিয়ে প্রেমের প্রস্তাব দেন, সেকথা মাথায় রেখেই রোজ ডে-এর পরদিন প্রোপোজ ডে হিসেবে বেছে নেওয়া হয়েছে।

Chocolate Day, Valentine's Day
Chocolate Day-Valentine's Day: প্রেমিক-প্রেমিকাদের কাছে প্রেম সবসময় মিষ্টি। (ছবি-ফেসবুক)

৯ ফেব্রুয়ারি, শুক্রবার (Chocolate Day বা চকোলেট ডে বা চকোলেট দিবস)
চকোলেটের মিষ্টি ভাব প্রেমের প্রতীক হিসেবে মনে করা হয়। প্রেম সপ্তাহের তৃতীয় দিন হল চকোলেট ডে। প্রেমিক-প্রেমিকারা এই দিনটিতে পরস্পরকে চকোলেট উপহার দেন। যা ভালোবাসার প্রতীক বলে মনে করা হয়।

১০ ফেব্রুয়ারি, শনিবার (Teddy Day বা টেডি ডে বা টেডি দিবস)
সব ছেলে ও মেয়েরাই টেডিবিয়ার পছন্দ করেন। তাই এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে খুশি করতে টেডিবিয়ার উপহার দেন। সেই কারণে চকোলেটের পরবর্তী উপহারের দিবসের নাম টেডি ডে রাখা হয়েছে।

Propose Day, Valentine's Day
Propose Day-Valentine's Day: প্রস্তাব ছাড়া প্রেম অসম্পূর্ণ। (ছবি-ফেসবুক)

১১ ফেব্রুয়ারি, রবিবার (Promise Day বা প্রমিস ডে বা প্রতিশ্রুতি দিবস)
ভ্যালেন্টাইনস সপ্তাহের পঞ্চম দিনে প্রেমিক ও প্রেমিকারা পরস্পরকে প্রতিশ্রুতি দেন। বোঝাতে চেষ্টা করেন যে তাঁরা একে অপরের পাশে থাকবেন। জীবনে যতই দুঃখ-কষ্ট আসুক, ছেড়ে যাবেন না। এই দিনটিকে পালন করা হয় প্রমিস ডে হিসেবে।

১২ ফেব্রুয়ারি, সোমবার (Hug Day বা হাগ ডে বা আলিঙ্গন দিবস)
ভালোবাসার অন্যতম শর্তই হল আলিঙ্গন। যাতে কোনও শব্দের প্রয়োজন পরে না। তাই হাগ ডে-তে প্রেমিক ও প্রেমিকারা পরস্পরকে আলিঙ্গন করে বুঝিয়ে দেন যে তাঁরা একে অপরকে ভালোবাসেন।

১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার (Kiss Day বা কিস ডে বা চুম্বন দিবস)
আলিঙ্গন দিবসের পর পরের দিনই হল চুমু দিবস বা কিস ডে। ওই দিন প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে চুমু দিয়ে বা চুম্বন করে তাঁদের ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে তোলেন।

আরও পড়ুন- ভ্যালেন্টাইন’স উইকে পড়ছে কোন দিনগুলো, কোনটা অ্যান্টি ভ্যালেন্টাইন’স উইকে, দেখে নিন

আরও পড়ুন- বিদ্যার দেবী সরস্বতীর জন্ম কীভাবে? পুরাণ মতে রয়েছে একাধিক কাহিনি

১৪ ফেব্রুয়ারি, বুধবার (Valentine's Day বা ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস)
এই দিনটিতে প্রেমিক ও প্রেমিকারা একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যান, সিনেমা দেখেন। ভালোবাসার কথা মেসেজ করে জানান। পরস্পরকে গ্রিটিংস কার্ড-সহ নানা উপহার দেন।

valentine day love valentine day gifts
Advertisment