Advertisment

মেকআপ সবার সঙ্গে ভাগ করে নেওয়া একদম উচিত নয়, কেন? জেনে নিন

নিজস্ব প্রসাধনী কাউকে না দেওয়াই ভাল

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
NULL

প্রতীকী ছবি

মেকআপ ছাড়া এক বিন্দু চলা দায়। অল্প হলেও হবে কিন্তু বেশ কিছু সাজের সামগ্রী কিন্তু সকলের থাকা দরকার। অনেক সময় দেখা যায় মেকআপ ব্রাশ থেকে ফাউন্ডেশন কিংবা লিপস্টিক, এগুলো মেয়েরা নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করেই থাকে। তবে এই কাজটি একদম ঠিক নয়। মেকআপ বিশেষজ্ঞ এবং অক্সিগ্লো এর ফাউন্ডার রচিত গুপ্তা বলছেন, মেকআপ শেয়ার করলে বন্ধু বান্ধব হোক কিংবা ভাই বোন, সকলের মধ্যে ভালবাসা বাড়লেও স্কিনের পক্ষে সেটি বেজায় খারাপ। 

Advertisment

এক একটি প্রসাধনী এক এক ভাবে বিপদ ঘটাতে পারে। যেমন? বিস্তারিত আলোচনা করছেন বিশেষজ্ঞ :- 

চোখের মেকআপ শেয়ার করলে কী হয়? 

চোখ মানুষের মুখমণ্ডলের সবথেকে নরম একটি অংশ এবং সহজেই কিন্তু সংক্রমিত হতে পারে। আর কোনোভাবেই দৃষ্টিশক্তি হারিয়ে যাক কিংবা কিছু হোক এমন ঠিক নয়। তার সঙ্গেই চোখে নিজস্ব কিছু ব্যাকটেরিয়া থাকে, যা একে ঘাত প্রতিঘাতের থেকে বাঁচায়। অনেক সময় অন্য কারওর মেকআপ ব্যবহার করলে জীবাণু সহজেই ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে যারা লেন্স ব্যবহার করেন তাদের সম্ভাবনা বেশি। ফলেই চোখ লাল হয়ে যাওয়া, জল পড়া এই জাতীয় সমস্যা গুলি দেখতে পাওয়া যায়। 

লিপস্টিক শেয়ার করলে কী হয়? 

লিপস্টিক শেয়ার করার বিষয়টি শুধু অস্বাস্থ্যকর নয়, বরং এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে ব্যাকটেরিয়া স্থানান্তর। অনেক সময় জ্বরঠোসা, কিংবা ঠোঁটের নানান রোগ দেখা দিতে পারে এর থেকে। ঠোঁটের ফ্লেকি ভাব বেড়ে যায়। 

ব্রাশ এবং অ্যাপ্লিকেটর শেয়ার করলে কী হয়?

এটি কিন্তু একদম করা উচিত নয়। ব্রাশ হোক কিংবা বিউটি ব্লেন্ডার, একেবারেই ব্যবহার করবেন না। নিজের স্কিনের প্রতি যত্নবান হওয়া খুব দরকার। অনেক সময় ব্রাশ পরিষ্কার দেখায় কিন্তু নাও হতে পারে। তাই সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকেই যায়। 

ব্রণর ঝুঁকি বাড়ে? একেবারেই তাই, ব্রণর ঝুঁকি মারাত্মক মাত্রায় বাড়ে। এমনকি এর কারণে ব্রণ ব্রেকআউট হতে পারে। প্রথমেই নিশ্চিত করতে হবে যে এই পণ্যটি আপনার জন্য সঠিক কিনা, মেক আপ সবথেকে বেশি ব্রণর কস সরবরাহ করতে পারে। যদি ফাউন্ডেশন কিংবা কনসিলার বেশি সময় ধরে খোলা রাখা হয় তবে হতে পারে সমস্যা, এবং এতে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। 

মেক আপ পরীক্ষক যদি কেউ বেশি মাত্রায় ব্যবহার করে তবে স্কিনে ব্যাকটেরিয়া সংক্রমন হওয়ার সুযোগ খুব বেশি থাকে। যেহেতু এই টেস্টার অনেকেই ব্যবহার করেন, তাই সাবধান থাকা খুব দরকার। মুখে নয়, হাতের পাতার ওপর এটিকে ব্যবহার করুন। আঙ্গুলের ডগা দিয়ে এটিকে পরীক্ষা করবেন না, কোনও টুল অথবা ব্রাশ ব্যবহার করবেন। এবং অবশ্যই তূলো দিয়ে পরিষ্কার করুন। 

sharing BEAUTY Makeup
Advertisment