Advertisment

Relationship goals: সম্পর্ক সুস্থ রাখতে 'ছোট' বিষয়কে দূরে রাখুন, না হলে অচিরেই ব্রেকআপ!

Relationship goals: আপনিও যদি আপনার সম্পর্ককে চিরতরে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাতে চান, তাহলে আপনার সম্পর্কের মাঝে এই ছোট বিষয়কে আনবেন না। তাহলেই সব শেষ।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Ego can destroy your relationship

সম্পর্ক সুস্থ রাখতে 'ছোট' বিষয়কে দূরে রাখুন

Relationship goals: আপনিও যদি আপনার সম্পর্ককে চিরতরে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাতে চান, তাহলে আপনার সম্পর্কের মাঝে কখনোই 'অহংকার'কে আনা উচিত নয়। 'ইগো'র কারণে আপনার সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে বাধ্য।

Advertisment

যেকোনো সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুজনের সমান ইচ্ছা ও আগ্রহ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ভালবাসার সম্পর্কে বিশ্বাস থেকে সম্মান, সবকিছু সমান হওয়া উচিত। একতরফা চেষ্টা, ভালবাসা, বিশ্বাস এবং শ্রদ্ধার মাধ্যমে কোন সম্পর্ক বেশি দিন টিকতে পারে না। আজ এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিই এমন একটি বিষয় সম্পর্কে, যার কারণে শীঘ্রই ভেঙে যেতে পারে আপনার সম্পর্ক।  

যদি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে ইগোর সংঘাত হয়, তবে তা আপনার সম্পর্কের জন্য কখনই আশার আলো দেখাতে পারে না।  ইগোর কারণে, আপনার সম্পর্ক দুর্বল হতে শুরু করবে এবং  একে অপরের থেকে দূরে চলে যেতে থাকবে নিজেদের অজান্তেই। আপনার সম্পর্ককে সুস্থ ও শক্তিশালী রাখার জন্য অহংকারকে দূ্রে রাখতে হবে।  

কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে বলুন বাই! ম্যাজিকের মত কাজ করবে এই পদ্ধতি

মাঝে মাঝে ঝুঁকতে শিখুন

সম্পর্ক টিকিয়ে রাখতে কখনও কখনও নিজেকে ঝুঁকতে হয়। আপোষ করাটাও সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে  বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। অন্যথায় খুব শীঘ্রই আপনার সঙ্গী আপনাকে ছেড়ে চলে যেতে পারে। আপনার কাছে দুটি বিকল্প আছে। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ভাবা উচিত আপনার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ, আপনার অহংকার নাকি আপনার সঙ্গীর সমর্থন। আপনার কাছে এই প্রশ্নের উত্তর স্পষ্ট হলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার তথ্যের জন্য, জানিয়ে রাখি অনেক সময় স্রেফ অহংকার বা ইগোর কারণে অনেক সময় দম্পতিদের মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়ে থাকে। পাশাপাশি ইগো সম্পর্কের মধ্যে বিবাদ বাড়ায়। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে।

মুহূর্তে কমবে বিদ্যুৎ বিল! এই ট্র্যাকার ডিভাইস মুখে হাসি ফোটাবে মধ্যবিত্তের

Live in Relationship love
Advertisment