Advertisment

World Longest Traffic Jam News: কলকাতা, মুম্বই, ব্যাঙ্গালুরু নয়! জানেন কোথায় টানা ১২ দিন ট্র্যাফিক জ্যামে চরম দুর্ভোগে পড়তে হয় মানুষকে?

World Longest Traffic Jam News: আপনি কী জানেন, কলকাতা, মুম্বই, ব্যাঙ্গালুরু নয়! বিশ্বের দীর্ঘতম যানজট কোথায় হয়েছিল? যেখানে একটা ১২ দিন কোন গাড়ি এক ইঞ্চিও সরতে পারেনি। ফলে ১২ দিন ধরে মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছিল।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
12-day traffic jam China 2010:

টানা ১২ দিন ট্র্যাফিক জ্যামে চরম দুর্ভোগে পড়তে হয় মানুষকে Photograph: (ফাইল ছবি)

World Longest Traffic Jam News: যারা প্রতিদিন অফিসে যাতায়াত করেন তারা সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে চিন্তায় ভোগেন সেটা হল ট্রাফিক জ্যাম। যার কারণে হামেশাই অফিসে পৌঁছাতে দেরি হয়ে যায়। কিন্তু আপনি কী জানেন, কলকাতা, মুম্বই, ব্যাঙ্গালুরু নয়! বিশ্বের দীর্ঘতম যানজট কোথায় হয়েছিল? যেখানে একটা ১২ দিন কোন গাড়ি এক ইঞ্চিও সরতে পারেনি। ফলে ১২ দিন ধরে মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে  হয়েছিল।  

Advertisment

বেঙ্গালুরু, মুম্বই, দিল্লি বা গুরুগ্রামের মতো জায়গায় ট্র্যাফিক জ্যাম খুবই  সাধারণ। ট্র্যাফিক জ্যামের দিক থেকে পিছিয়ে নেই খাস কলকাতাও। ভারতের একাধিক শহরের ট্র্যাফিক জ্যামের চেনা ছবির মাঝেও আজ এমন এক তথ্য আপনাদের জানাতে চলেছি যেখানে জ্যামের কারণে দীর্ঘ ১২দিন একটানা মানুষ চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছিল। জানেন কোথায় সবচেয়ে দীর্ঘ যানজট হয়েছিল?

চিনের বেইজিং-তিব্বত হাইওয়েতে বিশ্বের দীর্ঘতম যানজটের সৃষ্টি হয়। এই হাইওয়ে চিনের রাজধানী বেইজিংকে তিব্বতের সাথে সংযুক্ত করেছে। ২০১০ সালে, এই হাইওয়েতে যানবাহনের হঠাৎ চাপ বাড়ার কারণে এই সমস্যা সৃষ্টি হয়। আসলে সেই সময় হাইওয়েতে নির্মান কাজ চলছিল। ফলে রাস্তা সরু হয়ে যান চলাচল পুরোপুরি বিঘ্নিত হয়।

সেই সময়  যানজটে আটকে পড়েন হাজার হাজার যানবাহন। বিপুল সংখ্যক যাত্রী, ট্রাক চালক ও নিত্যযাত্রীরা সেই জ্যামে আটকে থাকেন টানা ১২ দিন। প্রতিবেদন অনুসারে, এই সময় সেই জ্যামে আটকে পড়ে ১০ হাজারের বেশি  যানবাহন।

Advertisment

১২ দিন ধরে চলা এই যানজটে মানুষ খাবার, জল ও একটু বিশ্রাম পেতে প্রাণ পাত করেন। যানযটের কারণে রাস্তার পাশের ছোট দোকানদাররা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়িয়ে দেন।  উপায় না পেয়ে চড়া দামেই জল,খাবার, ওষুধ কিনতে হয় যানযটে আটকে পড়া মানুষজনদের। 

এই যানজটের কারণে দেশ ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়।  লাখ লাখ লিটার জ্বালানির অপচয় হয় এবং যানবাহন থেকে নির্গত ধোঁয়া পরিবেশেরও ক্ষতি করে। অবশেষে চিনা সরকার হাইওয়েতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ করে যানবাহন ঘুরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে আসরে নামে।  ধীরে ধীরে ১২ দিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

traffic rules
Advertisment