Advertisment

Tata Cars Discount Offer: সর্বাধিক বিক্রি টাটার ইলেকট্রিক গাড়িতে ৮৫ হাজারের ছাড়! নাম মাত্র দামে আপনিও চার চাকার মালিক হোন

Tata Cars Discount Offer: এই বৈদ্যুতিক গাড়িতে পাচ্ছেন ৮৫ হাজারের দুর্দান্ত ছাড়! নতুন বছরে ধামাকা অফার মিস করবেন না... !

author-image
IE Bangla Tech Desk
New Update
Tata Punch EV Discount Offer

সর্বাধিক বিক্রি টাটার ইলেকট্রিক গাড়িতে ৮৫ হাজারের ছাড়! Photograph: (ফাইল ছবি)

Tata Cars Discount Offer: এই বৈদ্যুতিক গাড়িতে পাচ্ছেন ৮৫  হাজারের দুর্দান্ত ছাড়! নতুন বছরে ধামাকা অফার মিস করবেন না... ! 

Advertisment

সময়ের সাথে সাথে ভারতে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে। ইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রেও সরকারের তরফেও কিছু সুবিধা দেওয়া হচ্ছে।  একই সময়ে, অনেক গাড়ি কোম্পানি বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাড়াতে বছরের শুরুতেই নিয়ে এসেছে দারুণ ডিসকাউন্ট অফার। টাটার ইলেকট্রিক গাড়িতে এখন পেয়ে যান ৮৫ হাজারের ছাড়। টাটার যে ইলেকট্রিক গাড়িগুলিতে ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া SUVও রয়েছে৷ জানুয়ারিতে Tiago EV-তে ৮৫ হাজার টাকা এবং Punch EV-তে ৭০ হাজার টাকার ছাড়ের ঘোষণা করেছে সংস্থা। 

Tata Punch EV-এর MY24 মডেলের স্মার্ট এবং স্মার্ট প্লাস ভেরিয়েন্টে ৪০ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। যেখানে 3.3kW MR ভেরিয়েন্টে ৫০ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই ইলেকট্রিক গাড়ির 3.3kW LR ভেরিয়েন্টে ৫০ হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে এবং 7.2 kW ফাস্ট চার্জিং LR ভেরিয়েন্টে ৭০ হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে।

অপর দিকে Tata Tiago EV-এর 3.3 kW XE ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ৫০ হাজার টাকার ডিসকাউন্ট। এই গাড়ির দাম ৮.৫৭ লক্ষ টাকা। এই গাড়ির 3.3kW XT MR ভেরিয়েন্টের দাম ৯.৬১ লক্ষ টাকা। এই ভেরিয়েন্টে ৭০ হাজার টাকার ডিসকাউন্ট অফার দিচ্ছে কোম্পানি। যেখানে Tiago EV-এর 3.3 KW XT LR ভেরিয়েন্ট কিনলে ৮৫ হাজার টাকা সাশ্রয়ের সুবিধা মিলবে। এর 3.3kW XZ+ ভেরিয়েন্ট এবং টপ-স্পেক ভেরিয়েন্ট XZ+ টেক লাক্স ভেরিয়েন্টে প্রায় ৬০ হাজার টাকার ছাড় দেওয়া হচ্ছে।

Advertisment
Tata Motors Electric Vehicle tata
Advertisment