/indian-express-bangla/media/media_files/2025/09/05/lakh-2025-09-05-17-49-31.jpeg)
নতুন রূপে,নতুন সাজে
/indian-express-bangla/media/media_files/2025/09/05/sfsfe-2025-09-05-17-48-38.jpeg)
নতুন রূপে লাখ টাকার লক্ষ্মীলাভ
নারীকেন্দ্রীক জনপ্রিয় রিয়্যালিটি শো 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। বাংলার ঘরে ঘরে এই শো-এর জনপ্রিয়তা এখন একেবারে তুঙ্গে। অসামান্য সাফল্যের পর দর্শকের এই বিপুল চাহিদার কথা মাথায় রেখেই ১৫ সেপ্টেম্বর থেকে নতুন রূপে,নতুন সাজে আসতে চলেছে 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। আরও বেশি মহিলাদের সুযোগ দিতে আরও বড় পরিসরে, আরও মজাদার খেলা নিয়ে আসছে এই শো। নতুনভাবে পথ চলার প্রথম দিনেই থাকছে ধামাকা।
/indian-express-bangla/media/media_files/2025/09/05/sfdf-2025-09-05-17-48-38.jpeg)
বিশেষ অতিথি কোয়েল
এই দিন উপস্থিত থাকবেন টলি ক্যুইন কোয়েল মল্লিক।চোখ ধাঁধানো পারফরম্যান্স এবং রাজকীয় উপস্থিতির মধ্যে দিয়েই শুরু হচ্ছে 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এর নতুন রূপে পথ চলার নতুন জার্নি।
/indian-express-bangla/media/media_files/2025/09/05/sfsdf-2025-09-05-17-48-38.jpeg)
অধুরা স্বপ্ন
মহিলারা এই শোয়ে অংশগ্রহন করেন পায়ের নীচে মাটি শক্ত করতে। এমনই একজন মা লক্ষ্মী অনেক আশা নিতে এই শোয়ে এসেছিলেন। এখানে বিজয়ী হলে টাকা দিয়ে মেয়ের অস্ত্রোপচারের চিন্তাভাবনা করেছিলেন। মেয়ের অস্ত্রোপচারের টাকা জোগাড় করতে এলেও লক্ষ্মীলাভ হয়নি। খেলায় হেরে গেলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তখন তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়ান কোয়েল। তাঁর মানবিকতায় মুগ্ধ উপস্থিত সকলে থেকে অনুরাগীরা।
/indian-express-bangla/media/media_files/2025/04/28/qVRK5uJ0pCTLZD0HCivL.jpg)
কোয়েলের কথায়
তিনি বলেন, 'এই শো এখন অনেক মহিলার স্বপ্নপূরণের জায়গা। কিন্তু সবাই তো লাখ টাকা জিততে পারেন না। খেলায় হার-জিত আছে। যাঁরা বিজয়ী হতে পারলেন না তাঁরা কিন্তু পুরোপুরি হেরে যান না। এই শো কাউকে খালি হাতে ফেরায় না। সব রাউন্ডেই কিছু না কিছু প্রাপ্তি ঘটে। এছাড়া লক্ষ্মী ব্যাঙ্কেরও ব্যবস্থা আছে। সব মিলিয়ে মেয়েদের স্বপ্নপূরণের জন্য এর থেকে ভাল জায়গা আর কিছু হতে পারে না।'
/indian-express-bangla/media/media_files/2025/09/05/cats-2025-09-05-17-53-21.jpg)
খেলার নতুন নিয়ম
অডিশনের মাধ্যমে বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারেন । নতুন রূপে 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এ চারটি রাউন্ডের পরিবর্তে পাঁচটি রাউন্ডে খেলা হবে। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকছে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডের বিজয়িনীর জন্য থাকছে এক লক্ষ টাকার নগদ পুরস্কার। এবার থেকে প্রতি পর্বে তিনজনের পরিবর্তে চারজন করে মহিলা প্রতিযোগী থাকবেন। কাউকেই খালি হাতে ফিরতে হবে না।
/indian-express-bangla/media/media_files/2025/09/05/cats-2025-09-05-17-54-18.jpg)
নয়া সংযোজন
'টাকার খনি', 'বল ফেলতে টাকা কুলো' এমন সব মজার খেলার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন খেলা 'টাকার গদি'। ইতিমধ্যেই সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনার গুণে এই শো অন্য মাত্রা পেয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে এই শো এক ঘন্টার পরিবর্তে সময় বেড়ে হয়েছে দেড় ঘন্টা। নতুন রূপে 'লাখ টাকার লক্ষ্মীলাভ' সঙ্গে কোয়েলের চোখ ধাঁধানো উপস্থিতি এবং পারফরম্যান্স দেকা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর।