/indian-express-bangla/media/media_files/2025/11/03/cats-2025-11-03-17-33-33.jpg)
ঋজু প্রসঙ্গে অণ্বেশা
/indian-express-bangla/media/media_files/2025/11/03/482082479_650310637372248_4583617743695332994_n-2025-11-03-17-34-29.jpg)
ঋজুর শাড়ি বিতর্ক
বউ কথা কও খ্যাত অভিনেতা ঋজু বিশ্বাসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। তিনি পরিচিত-অপরিচিত মহিলাদের ইনবক্সে মেসেজ করতেন, শুধু তাই নয় সকলকে বলতেন তাঁকে নাকি শাড়িতে দারুণ লাগছে। অনেকের সঙ্গে আবার দেখা করার জন্য জারিজুরিও করতেন। সোশ্যাল মিডিয়ায় সেই চ্যাট ভাইরাল। টক অফ দ্য টাউন ঋজুর শাড়ি বিতর্ক।
/indian-express-bangla/media/media_files/2025/10/23/manali-2025-10-23-13-53-07.jpg)
বিরক্ত মানালি
ইন্ডাস্ট্রির বহু অভিনেত্রী ঋজুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় চ্যাটের স্ক্রিনশট দিয়েছেন। কেউ আবার দাবি করেছেন তাঁদেরকে দেখা করার জন্যও জোর করতেন ঋজু। না গেলেই ভাল-মন্দ কথা শোনাতেন। বউ কথা কউ ধারাবাহিকে ঋজুর বিপরীতে ছিলেন মানালি দে। এই ঘটনায় তাঁকে নিয়েও তৈরি হচ্ছে মিম যা দেখে অত্যন্ত বিরক্ত। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ঋজুর এই স্বভাবকে মানসিক অসুস্থতা বলে মেনে নিতে রাজি নন। তাঁদের মতে এটা ওঁর চরিত্রের দোষ।
/indian-express-bangla/media/media_files/2025/11/03/482274247_652637753806203_6280261884787631525_n-2025-11-03-17-34-29.jpg)
কাঠগোড়ায় ইন্ডাস্ট্রির সতীর্থরা
ঋজুর এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ইন্ডাস্ট্রির একাঁস। সেই তালিকায় রয়েছেন অভিনেতা টিউটিউবার সায়ক চক্রবর্তী থেকে সুদীপ সরকার, অনিন্দিতা রায় চৌধুরী সহ আরও অনেকে। সোশ্যাল মিডিয়ায় আবার তাঁদের দিকেই আঙুল তুলেছেন নেটনাগরিকের একাংশ। সহকর্মীর সঙ্গে কঠিন সময়ে এইরকম আচরণ ঠিক নয় বলে মন্তব্য করেছেন তাঁরা।
/indian-express-bangla/media/media_files/2025/11/03/116789669_118411933113443_5387286618107309012_n-2025-11-03-17-34-29.jpg)
অণ্বেশার মতে
অভিনেত্রী অণ্বেশা হাজরা যিনি সাইকোলজির ছাত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে তাঁর কাছে প্রশ্ন ছিল, ঋজু বিশ্বাস সত্যিই মানসিক অসুস্থকার বশে এগুলো করছেন নাকি স্বভাব? পড়াশোনার অভিজ্ঞতা থেকে কী মনে হয়? অণ্বেশার সাফ যুক্তি, ব্যক্তিগতভাবে আমার এইরকম কোনও অভিজ্ঞতা নেই। তবে আমার মতে, 'শাড়ি নিয়ে কথা বলা অন্যায় নয়, কারও ইচ্ছার বিরুদ্ধে কথা বলা, দেখা করার জন্য জোর করা অন্যায়। আমি তো কোনও ছেলেকে আচমকা মেসেজ করি না যে তোমাকে পায়জামা পঞ্জাবিতে দারুণ লাগছে। কারও কিছু ভাল লাগলে সেটা নিয়ে কমপ্লিমেন্ট দেওয়া আলাদা। সেটা নিয়ে শুধু মেসেজ করা বা সামনে দেখা হলে বলা স্বাভাবিক।'
/indian-express-bangla/media/media_files/2025/11/03/134664932_196929198595049_6049426443230390399_n-2025-11-03-17-34-29.jpg)
অণ্বেশার যুক্তি
তাঁর কথায়, 'ঋজু বিশ্বাস কোন ভাবনাচিন্তা থেকে এটা করছেন সেটা বলা খুব মুশকিল। হয় ইচ্ছাকৃত করছেন না হলে মানসিকভাবে অসুস্থ, একাকীত্বে ভুগছেন এটাও হতে পারে। এটা নিয়ে সাইকোলজিক্যালি কোনও ব্যখা দেওয়া সম্ভব নয়। ওঁর কাউকে শাড়িতে ভাল লাগতেই পারে। কিন্তু, সেটা নিয়ে যে ধরনের কথা বলছেন বলে অভিযোগ সেটা হলে বলব কোনও আত্মসম্মান বা সেলফ আইডেনটিটি নেই। সেই সঙ্গে আরও একটা কথা বলতে চাই, আজ ঋজু বিশ্বাস একজন অভিনেতা বলে ওঁর নাম সামনে আসছে। আর কেউ এমন কাজ করে না? তাঁদের নাম তো প্রকাশ্যে আসে না। এটা নিয়ে এত মাতামাতি অপ্রয়োজনীয়।'
/indian-express-bangla/media/media_files/2025/11/03/cats-2025-11-03-17-38-40.jpg)
ক্ষমাপ্রার্থী ঋজু
বউ কথা কও-এর ‘নিখিল’-এর কপালে জুটছে লাগাতার কটাক্ষ আর সমালোচনা। অবশেষে লাইভে এসে ক্ষমা চাইলেন ঋজু। তিনি বলেছেন, 'আমি কোনও উদ্দেশ্য নিয়ে মেসেজ করিনি। যদি কারও খারাপ লেগে থাকে আমি ক্ষমা চাইছি। এবার দয়া করে এই বিষয়টি বন্ধ করুন। গত চার-পাঁচ দিন ধরে সোশাল মিডিয়াতে যা চলছে আমি নিজে ভীষণভাবে বিধ্বস্ত। আমার ক্যানসার আক্রান্ত মাকেও বেশ কিছু বাজে কথা বলা হচ্ছে। ইন্ড্রাস্ট্রিতে আমার কিছু দাদা দিদিরাও আছেন। তাঁরা সকলে আমার সঙ্গে কথা বলেছেন। তাই আমি একটা কথাই বলতে চাই, কাউকে কোনওরকম বাজে উদ্দেশ্য নিয়ে কোনও কথা বলিনি। আমার মন্তব্যে যদি কারও খারাপ লাগে তাহলে ক্ষমা চাইছি। আপনারা ভালো থাকবেন।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us