/indian-express-bangla/media/media_files/2025/09/26/qwdeqw-2025-09-26-15-43-17.jpg)
'সোহাগে আদরে'
/indian-express-bangla/media/media_files/2025/09/26/sdf-2025-09-26-15-44-01.jpeg)
অরুণিমার কামব্যাক
ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ অরুণিমা হালদার। বেশ কিছু বাংলা মেগা, সিরিজ, সিনেমায় তাঁর অভিনয় দর্শকের মন দাগ কেটেছে। প্রায় ছয়-সাত মাস বিরতির পর ফের বাঙালি দর্শকের ড্রইং রুমে পৌঁছে যাবেন অরুণিমা। সৌজন্যে নতুন মেগা 'সোহাগে আদরে'। তাঁর কামব্যাকের খবরে খুশি ভক্তরা। ছোট পর্দার 'কঙ্কাবতী'এবার 'সোহাগ' হয়ে ধরা দেবেন দর্শকের দরবারে।
/indian-express-bangla/media/media_files/2025/09/26/sefs-2025-09-26-15-44-01.jpeg)
নতুন জুটি
এই ধারাবাহিকে অরুণিমার বিপরীতে দেখা যাবে শুভরঞ্জন মুখোপাধ্যায়কে। নতুন জুটির নয়া কেমেস্ট্রি দর্শকের মনে কতটা প্রভাব ফেলবে সেটা তো সময় বলবে। বাংলা টেলিভিশনের এই নতুন জুটির নতুন গল্পের প্রেক্ষাপট কী?
/indian-express-bangla/media/media_files/2025/09/26/dfw-2025-09-26-15-44-01.jpeg)
গল্পের প্রেক্ষাপট
সূর্যের চরিত্রে অভিনয় করবেন শুভরঞ্জন মুখোপাধ্যায়। আর সোহাগের ভূমিকায় অরুণিমা। চাপের মুখে সূর্যকে বিয়ের পরই বদলে যায় সোহাগের জীবন। পরিবার, সম্পর্কে বিশ্বাসী সোহাগ। তার মধ্যে রয়েছে ঘরোয়া সত্ত্বা তবে প্রতিবাদী। গল্পের প্রতিটি পরতে রয়েছে সোহাগের চরিত্রের এই দিকটা ফুটে উঠবে। অন্যদিকে সূর্য একজন ব্যবসায়ী। মায়ের জন্য মনে রয়েছে গভীর ক্ষোভ। কঠিন নিয়মে যৌথ পরিবারকে বেঁধে রেখেছে সূর্য। সেখানে নিজের জায়গা তৈরি করতে পারবে সোহাগ? স্ত্রীর ভালবাসা সূর্যের অতীতের সব তিক্ততা ভুলিয়ে দিতে পারবে?
/indian-express-bangla/media/media_files/2025/09/26/sfergf-2025-09-26-15-44-01.jpeg)
অসুস্থতা কাটিয়ে
অরুণিমা জানিয়েছেন, তাঁর শেষ ধারাবাহিক 'কাজলনদীর জলে' শেষ হওয়ার পরই খুবই অসুস্থ হয়ে পড়েন। জন্ডিসের পর খুবই দুর্বল হয়ে পড়েছিলেন। তাই সেইসময় বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিলেন। একটানা কাজের পর কয়েকদিনের বিরতি নেওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন অরুণিমা হালদার।
/indian-express-bangla/media/media_files/2025/09/26/552074795_18169903672362839_4837200743437610487_n-2025-09-26-15-45-53.jpg)
অপেক্ষায় দর্শক
অরুণিমা-শুভরঞ্জন জুটির সম্পর্কের টানাপোড়েন, প্রেম দেখার অপক্ষায় বাংলা মেগার দর্শক। শারদীয়ার মরশুমে সিরিয়ালপ্রেমীদের কাছে এটি নিঃসন্দেহে সুখবর।