/indian-express-bangla/media/media_files/2025/08/25/cats-2025-08-25-17-55-54.jpg)
কেমন আছেন ইশা?
/indian-express-bangla/media/media_files/2025/08/25/504378969_1274796370682113_1235146798961346072_n-2025-08-25-17-56-26.jpg)
ইশার পায়ে চোট
সাদা-কালো ব্যাকগ্রাউন্ডে পায়ে প্লাস্টার করা একটি ছবি শেয়ার করেছেন টলি ক্যুইন ইশা সাহা। ছবিটি দেখে বোঝাই যাচ্ছে, পায়ে চোট পেয়েছেন অভিনেত্রী। কী ভাবে দুর্ঘটনা ঘটল তা জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ইশার সঙ্গে যোগাযোগ করা হয়।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/516204148_1278323736996043_8907264488780295930_n-2025-08-25-17-56-26.jpg)
কী ভাবে চোট পান ইশা?
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অভিনেত্রী বলেন, 'আমার বাঁ পায়ে চোট লেগেছে। হেয়ারলাইন ফ্র্যাকচর হয়েছে। প্রায় ১০-১২ দিন আগের ঘটনা। কী ভাবে চোটটা লাগল বুঝতে পারিনি, তবে জিমে বা শরীরচর্চা করতে গিয়ে আঘাত লাগেনি। এখন আগের থেকে অনেকটাই ভাল আছি। চিকিৎসকের পরামর্শ মেনেই চলছি। ডাবিংও করলাম। বাড়িতে থাকতে একঘেয়েমি লাগে। তাই যেটুকু পারছি কাজ করছি।'
/indian-express-bangla/media/media_files/2025/08/25/518397332_1287306112764472_6439607765793710762_n-2025-08-25-17-56-26.jpg)
এতদিন পর ছবি পোস্ট...
ইশার সংযোজন, 'হঠাৎ মনে হল একটা ছবি তুলি, সেই জন্যই এই পোস্ট। এর চেয়ে বেশি আর কিছু নয়। ক্যাপশনটাও মাথায় এল, তাই দিয়ে দিলাম।'
/indian-express-bangla/media/media_files/2025/08/25/539429537_1313762016785548_6499337124337774561_n-2025-08-25-17-56-26.jpg)
দ্রুত আরোগ্য কামনা
ছবি পোস্ট করতেই কমেন্ট বক্সে ইশার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রিয়জনেরা থেকে ভক্তরা।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/505861568_1256130779215339_8169164787704231822_n-2025-08-25-17-58-13.jpg)
নতুন কাজ
আগামী ২৬ অগাস্ট থেকে সংগীতশিল্পী অনুপম রায়ের ইউটিউবে দেখা যাবে ইশা সাহাকে। সৌজন্যে 'নীলা নালাব্জ'। এছাড়াও ইশার ঝুলিতে রয়েছে লহ গৌরাঙ্গের নাম রে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সিনেমার শুটিং ও ডাবিং।