/indian-express-bangla/media/media_files/2025/08/19/kanchana-2025-08-19-14-24-33.jpeg)
রেগে আগুন কাঞ্চনা
/indian-express-bangla/media/media_files/2025/08/19/khlkh-2025-08-19-14-25-45.jpeg)
শিয়ালদহে কেলেঙ্কারি!
মঙ্গলবার, সপ্তাহের ব্যস্ততম একটি দিন। শিয়ালদহ স্টেশনের বাইরে যখন নিত্যযাত্রীরা বাস-ট্যাক্সি ধরতে ব্যস্ত তখন সেখানে একেবারে ধুন্ধুমার অবস্থা। আলুথালু চুল, পরনে চুরিদার পরা এক মহিলার তারস্বরে চিৎকার। সঙ্গে আবার অকথ্য ভাষায় গালিগালাজ! কোন ঘটনার জন্য শিয়ালদহর বাইরে তুলকালাম?
/indian-express-bangla/media/media_files/2025/08/19/dfvsdf-2025-08-19-14-25-45.jpeg)
এ কোন কাঞ্চনা!
শিয়ালদহ স্টেশনের বাইরে যিনি চিল চিৎকার করছেন তিনি বাংলা সিনেমা-সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। প্রথম ঝলকে তাঁকে চেনা সত্যিই দায়। কিন্তু, জনসমক্ষে কেন এমন রুদ্র মূর্তি ধারণ করেছেন অভিনেত্রী? আর কেনই বা তোলা তুলছেন?
/indian-express-bangla/media/media_files/2025/08/19/sdfsd-2025-08-19-14-25-45.jpeg)
অভিনেত্রীর নামবদল
সাতসকালে শিয়ালদহর বাইরে যখন পরিবেশ উত্তপ্ত, তখন নিজের নাম বদলে ফেললেন কাঞ্চনা। নিজেকে পরিচয় করালেন স্বপ্না মন্ডল নামে। চোখ-মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি একেবারে রাগে ফুঁসছেন। দম্পতি হাত জোড় করে কাকুতিমিনতি করলেও তাঁর হাত থেকে যে রেহাই মিলবে না সে কথা বলার অবকাশই রাখছে না। তাঁদের চোখের জলেও বরফ গলেনি।
/indian-express-bangla/media/media_files/2025/08/19/sfgr-2025-08-19-14-25-45.jpeg)
রেগে কাঁই কাঞ্চনা
দম্পতিকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলেন কাঞ্চনা। রাগের পারদ যখন চড়ছে তখন বেশ কয়েকজন কাঞ্চনার ভিডিও করতে এগিয়ে আসেন। তাঁরাও অভিনেত্রীর রোষের মুখে পড়েন। ছুটে এসে ওঁদের সরিয়ে দেন। খোলা রাস্তায় কেমন এমন অদ্ভুত আচরণ করছেন কাঞ্চনা মৈত্র?
/indian-express-bangla/media/media_files/2025/08/19/sdfsf-2025-08-19-14-25-45.jpeg)
সিনেমার প্রচার কৌশল
আসলে কাঞ্চনা তাঁর আগামী ছবির প্রচার করছিলেন। সিনেমার নাম এখনও প্রকাশ্যে আসেনি। তার জন্য সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরই বোঝা যাবে শিয়ালহদ স্টেশনের বাইরে কাঞ্চনার আজকের চরিত্রের সঙ্গে সিনেমার চরিত্রের কতটা সাদৃশ্য রয়েছে?