/indian-express-bangla/media/media_files/2025/09/27/cats-2025-09-27-17-35-22.jpg)
সেন্সরের কোপে অনীকের ছবি
/indian-express-bangla/media/media_files/2025/09/27/wdqwedqweqw-2025-09-27-17-37-20.jpeg)
সেন্সরের কোপ
ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বারবার বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শনের আগে সেন্সরের কোপে অস্কারে মনোনীত ছবি 'দ্য জেব্রাস'-এর পরিচালক অনীক চৌধুরীর নতুন ডকু ফিচার 'The Place Once Known As Earth And We Homo Sapines'। কী কারণে বারবার বাধাপ্রাপ্ত সেই বিষয়ে বিশদে নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে কথা বললেন অনীক।
/indian-express-bangla/media/media_files/2025/09/27/sdfdsf-2025-09-27-17-36-12.jpeg)
পুরুষতান্ত্রিক সমাজে নারীর স্থান
পরিচালক অনীক চৌধুরী বলেন, 'আমার ডকু ফিচার 'The Place Once Known As Earth And We Homo Sapines'। এই ডকুমেন্টারিটা তৈরি করেছিলাম ২০২৪-এ আরজি কর কাণ্ডের সময়। মেলবোর্নে দ্য জেব্রাজের প্রিমিয়ারে যখন যাচ্ছিলাম তখন ঘটনাটা শুনে শিহরিত হয়েছিলাম। কলকাতায় আসার পর ডকু ফিচার বানানোর কাজ শুরু করি। হিন্দু ধর্মে মেয়েদের খাটো করে প্রতিস্থাপন করা হয়। শুধু হিন্দু নয়, অন্য ধর্মেও এই একই চিত্র দেখা যায়। ধর্ম কিন্তু আমাদের শেখায় প্রত্যেককে সম্মান করতে। কিন্তু, পুরুষতান্ত্রিক সমাজে আজও মেয়েরা কোণঠাসা। এটাই আমার ডকু ফিচারে তুলে ধরা হয়েছে। কুমারী পুজোর মাধ্যমে মহিলাদের দেবীর স্থানে বসানোর পর মুহূর্তেই বলা হয়, ঋতুমতীরা অপবিত্র!'
/indian-express-bangla/media/media_files/2025/09/27/dfvdsf-2025-09-27-17-36-12.jpeg)
ধর্মের কারণেই বাধাপ্রাপ্ত
অনীকের বক্তব্য, 'সেন্সর থেকে বারবার এটির মুক্তিতে বাধা আসছে। যেহেতু বিভিন্ন ধর্মের কথা এখানে উল্লেখ রয়েছে। এটি খুবই সংবেদনশীল ইস্যু। আজকের দিনে হিন্দু বা ইসলাম ধর্মের বিরুদ্ধে কিছু বলা মোটেই সহজ নয়। সম্প্রতি রাশিয়ার একটি বিরাট ফেস্টিভ্যালে 'The Place Once Known As Earth And We Homo Sapines'-এর প্রদর্শনের সব কিছু চূড়ান্ত হয়েও ভেস্তে যায়। কিন্তু, সেন্সরের কোপে শেষ পর্যন্ত বাধাপ্রাপ্ত।'
/indian-express-bangla/media/media_files/2025/09/27/dfgdf-2025-09-27-17-36-12.jpeg)
দেব-দেবীর উল্লেখ
পরিচালকের মতে, 'দেব-দেবীদের নিয়ে অনেক কথা বলা রয়েছে এই ডকুমেন্টরিতে। কৃষ্ণ থেকে অর্জুন সকলের কথাই রয়েছে। বাদ নেই মহাভারত-রামায়ণও। এই বিষয়গুলোর জন্যই বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শনের আগেই সেন্সের রোষে পড়তে হচ্ছে।'
/indian-express-bangla/media/media_files/2025/09/27/gdfg-2025-09-27-17-36-12.jpeg)
প্রদর্শনী কোথায়?
অনীক জানান, 'এই মুহূর্তে মেলবোর্নে বিগ স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। অক্টোবরে থ্রিসুরেও দেখানো হবে। ১০ অক্টোবরের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মুক্তি পাবে। এটি ৭০ মিনিটের ডকুমেন্টরি।'