Chirodini Tumi Je Amar: জীতু কমল, চরিত্রের নাম আর্য। এক বৃষ্টির রাতে তাঁর অতীতের মুখোমুখি 'প্রেমিকা' অপর্ণা। তারপর...? রহস্যের উন্মোচন হবে শীঘ্রই। জেনে নিন বিস্তারিত।
Chirodini Tumi Je Amar: জীতু কমল, চরিত্রের নাম আর্য। এক বৃষ্টির রাতে তাঁর অতীতের মুখোমুখি 'প্রেমিকা' অপর্ণা। তারপর...? রহস্যের উন্মোচন হবে শীঘ্রই। জেনে নিন বিস্তারিত।
এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। আর্য-অপর্ণার অসমবয়সী প্রেম মন ছুঁয়েছে মেগার দর্শকের। এই রাতে ঘটে যাবে এক বিরাট ঘটনা। সামনে আসতে চলেছে আর্যর অতীতের এক ভয়ংকর সত্যি।
2/5
আর্যর অনুপস্থিতিতে...
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে আপকামিং এপিসডের প্রোমো, যা এই মেগার দর্শকের উত্তেজনাকে আরও একটু উসকে দিয়েছে। বৃষ্টিভেজা রাতে একসঙ্গে আর্য-অপর্ণা। আর আর্যর অনুপস্থিতিতে কোন সত্যের মুখোমুখি অপর্ণা?
3/5
আর্যর অতীত
বিপর্জয়ের রাতে আর্যর অনুপস্থিতে অপর্ণার হাতে এলো আর্যর পুরনো ছবি! যা মুহূর্তে বদলে দিতে পারে দুজনের জীবন। কিন্তু, কী সেই চরম সত্য সেটাই তো চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের টানটান উত্তেজনায় ভরা আপকামিং পর্ব।
Advertisment
4/5
রহস্যের উন্মোচন
অপর্ণা-আর্যর জীবন কোন দিকে মোড় নেবে? কী ইঙ্গিত পেল অপর্ণা সেই ছবি থেকে? অপর্ণার সামনে চলে আসবে আর্যর অতীত? আর্য-অপর্ণার ভালোবাসা এবার কোনদিকে মোড় নেবে? এই সব রহস্যের উন্মোচন হবে চিরদিনই তুমি যে আমার-এর স্পেশাল এপিসোডে।
5/5
সম্প্রচারের দিনক্ষণ
৩০ জুলাই বুধবার সন্ধ্যা সাড়ে ছ'টায় বৃষ্টিভেজা রাতে আর্য-অপর্ণার সম্পর্কের সমীকরণ সত্যি বদলে যাবে কিনা সেই উত্তর পাওয়া যাবে।