/indian-express-bangla/media/media_files/2025/08/08/rakhi-2025-08-08-15-02-23.jpeg)
দাদামণি-তে রাখি স্পেশাল এপিসোডে কী হতে চলেছে?
/indian-express-bangla/media/media_files/2025/08/08/sdfdsfds-2025-08-08-15-03-42.jpeg)
রাখি স্পেশাল
৯ অগাস্ট রাখি উৎসব। এই দিনটিতে জি বাংলার 'দাদামণি' ধারাবাহিকের স্পেশাল এপিসোডের সম্প্রচার। তার আগে জোরকদমে চলছে রাখি স্পেশাল পর্বের শুটিং। টেলিভিশনে দেখার আগে একনজরে দেখে নিন কয়েক ঝলক।
/indian-express-bangla/media/media_files/2025/08/08/xdfvdfv-2025-08-08-15-03-42.jpeg)
রাখি উৎসব
চার বোন আর এক দাদারর গল্প 'দাদামণি'। ভাই-বোনের সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি গল্পে রাখি স্পেশাল পর্ব থাকবে না তা আবার হয় নাকি! ছোট্ট বোনের রাখি পরানোর মুহূর্তটা তো সবচেয়ে মজার।
/indian-express-bangla/media/media_files/2025/08/08/dvdfgd-2025-08-08-15-03-42.jpeg)
রাখিবন্ধন
চার বোনের মধ্যে সবচেয়ে ছোট বোন রাখি পরানোর পরই উপহারের আবদার করে। সঙ্গে সঙ্গে বাকি তিনজন বলে ওঠে আগে পা ছুঁয়ে আশীর্বাদ কর। তারপরই হাসির রোল। দাদাকে প্রণাম করতেই মিষ্টি উপহার আদরের বোনের হাতে তুলে দিল সকলের প্রিয় দাদামণি।
/indian-express-bangla/media/media_files/2025/08/08/ferfer-2025-08-08-15-03-42.jpeg)
ভাইয়ের প্রতিজ্ঞা
রাখিবন্ধনের দিন বোনেরা যখন দাদাকে রাখি পরাচ্ছে তখন সোম তার প্রাণের চেয়ে প্রিয় চার বোনের রক্ষাকবচ হিসেবে আজীবন ঢাল হয়ে থাকবে সেই প্রতিজ্ঞাই করেছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/08/gtertgert-2025-08-08-15-03-42.jpeg)
এক ঘণ্টার মহাপর্ব
৯ অগাস্ট রাখির দিন এক ঘণ্টার মহাপর্বে কী হতে চলেছে? আগ্রহের সঙ্গে অপেক্ষারত এই মেগার দর্শক।