/indian-express-bangla/media/media_files/2025/08/22/dadamoni-2025-08-22-18-00-26.jpeg)
কী হতে চলেছে এই সপ্তাহে?
/indian-express-bangla/media/media_files/2025/08/22/sdfsdf-2025-08-22-18-01-53.jpeg)
বিয়ের দিন ধুন্ধুমার
পার্বতীর বিয়ের দিন সোম জানতে পারলো সিদ্ধার্থে সত্যি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাল সোম! কী হতে চলেছে পার্বতীর বিয়েতে? কী আছে সোম-পারোর ভাগ্যে?
/indian-express-bangla/media/media_files/2025/08/22/sdsgsdf-2025-08-22-18-01-53.jpeg)
মহা বিবাহ সপ্তাহ
দাদামণিতে ২২ থেকে ২৫ অগাস্ট পর্যন্ত সম্প্রচারিত হবে মহাবিবাহ সপ্তাহ। কী ঘটতে চলেছে এই নির্দিষ্ট সময়ে? টানটান উত্তেজনায় ভরপুর এই এপিসোডগুলি দেখার অপেক্ষায় দর্শক।
/indian-express-bangla/media/media_files/2025/08/22/erterter-2025-08-22-18-01-53.jpeg)
শুক্রে শুরু
শুক্রবার ঘড়ির কাঁটায় রাত সাড়ে আটটা বাজলেই শুরু হবে দাদামণি ধারাবাহিকের মহাবিবাহ সপ্তাহ। সোমবার পর্যন্ত চলবে সেই ধামাকাদার পর্বগুলোর সম্প্রচার।
/indian-express-bangla/media/media_files/2025/08/22/dfgdfg-2025-08-22-18-01-53.jpeg)
গল্পের প্রেক্ষাপট
৭ জুলাই সোমবার থেকে শুরু হয়েছে নতুন সিরিয়ালের সম্প্রচার। নীলাঞ্জনা শর্মার 'নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন'-এর ব্যানারে তৈরি ভাই-বোনের সম্পর্কের আধারে তৈরি গল্প 'দাদামণি'। এক দাদার যত্নসহকারে তাঁর চার বোনকে আগলে রাখার গল্প বলবে এই ধারাবাহিক। দাদা সোমের ভূমিকায় অভিনয় করেছেন প্রতীক সেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/22/sdfdfe-2025-08-22-18-01-53.jpeg)
মণ্ডপে মারপিট
বিয়ের মণ্ডপে বর পৌঁছতেই সোমের সঙ্গে হাতাহাতি বাঁধল সিদ্ধার্থর। পার্বতীর জীবন কোন দিকে মোড় নেবে এখন সেটাই দেখার।