/indian-express-bangla/media/media_files/2025/09/05/sa-2025-09-05-17-17-24.jpeg)
জমকালো উদ্বোধনের রাতের ঝলক
/indian-express-bangla/media/media_files/2025/09/05/img_5355-2025-09-05-17-20-18.jpg)
সুরেলা সফর
ফের টেলিভিশনের পর্দায় আসতে চলছে বাংলার সবচেয়ে প্রতীক্ষিত সংগীত রিয়্যালিটি শো 'সা রে গা মা পা'–র নতুন সিজন। আগামী ৬ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই অনুষ্ঠান। প্রতি শনিবার ও রবিবার রাত সাড়ে ন'টায় সম্প্রচারিত হবে। প্রতিভাবান গায়ক–গায়িকাদের খুঁজে এনে সংগীতের দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে 'সা রে গা মা পা'-এর মঞ্চ সবসময়ই প্রশংসিত।
/indian-express-bangla/media/media_files/2025/09/05/dfd-2025-09-05-17-20-18.jpeg)
তারকাখচিত রাত
এই শো পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক অভিজিৎ সেন। সঞ্চালকের আসনে আবারও থাকছেন অভিনেতা অবির চট্টোপাধ্যায়। এই সিজনে থাকছে এক অসাধারণ নবরত্ন বিচারক মণ্ডলী। সেই তলিকায় রয়েছেন কৌশিকী চক্রবর্তী, শান্তনু মৈত্র, জিৎ গাঙ্গোপাধ্যায়, রূপম ইসলাম, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, জোজো এবং অন্তরা মিত্র। প্রত্যেক বিচারক তাঁদের নিজস্ব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি দিয়ে প্রতিযোগীদের মূল্যায়ন করবেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/05/wqwe-2025-09-05-17-22-49.jpg)
শুভ সূচনা
১২ জুলাই থেকে শুরু হয়েছিল অডিশন পর্ব। লাইভ মিউজিশিয়ানদের সঙ্গে জমকালো নৃত্য পরিবেশনের মাধ্যমে হবে অনুষ্ঠানের শুভ সূচনা। চ্যানেলের তরফ থেকে প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকের উৎসাহ ও কৌতূহলের পারদ ঊর্ধমুখী। একেবারে নতুন রূপে- নতুন সাজে আসতে চলেছে 'সা রে গা মা পা'। বিচারক থেকে শুরু করে শোয়ের ফরম্যাটেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। ১৪ বছরের বেশি বয়সী প্রতিযোগীরাও অংশ নিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/05/sfdf-2025-09-05-17-20-18.jpeg)
শোয়ের খুঁটিনাটি
এই সিজনে প্রথম সপ্তাহেই পরিচয় করিয়ে দেওয়া হবে টপ ১৪ প্রতিযোগীর সঙ্গে। প্রতি পর্বে থাকছে ৬–৭টি সুরেলা পরিবেশনা। প্রতিদিনের সেরা শিল্পী পাবেন 'পারফর্মার অফ দ্য ডে'। আর সাপ্তাহিক সেরাকে দেওয়া হবে গোল্ডেন মাইক। এছাড়াও থাকছে আরও অনেক চমক।
/indian-express-bangla/media/media_files/2025/09/05/dfsdfgd-2025-09-05-17-22-13.jpeg)
উন্মাদনার পারদ
সংগীত, সংস্কৃতি ও আনন্দ-উৎসবের মহোৎসব “সা রে গা মা পা”। প্রতি পর্বের মতো নতুন সিজন নিয়েও রিয়্যালিটি শোয়ের দর্শকের মধ্যে উন্মাদনার পারদ ক্রমশ চড়ছে।