/indian-express-bangla/media/media_files/2025/08/28/dbd-2025-08-28-13-33-17.jpeg)
ধামাকাদার রবিবার
/indian-express-bangla/media/media_files/2025/08/28/sfsfe-2025-08-28-13-35-42.jpeg)
ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ফিনালে
রবিবাসরীয় সন্ধ্যায় অনুষ্ঠিত হতে চলেছে 'ডান্স বাংলা ডান্স গ্র্যান্ড ফিনালে'। যেখানে থাকছে খুদে প্রতিযোগীদের ঝলমলে পারফরম্যান্স। জমকালো নৃত্য প্রদর্শন থেকে এক ছাদের নীচে মিঠুন-দেবশ্রীর যুগলবন্দি সহ টলি তারকাদের চাঁদের হাঁট এই রিয়্যালিটি শোয়ে থাকছে এমনই সব বিশেষ আকর্ষণ। সবমিলিয়ে ৩১ অগাস্ট সাড়ে আটটায় 'ডান্স বাংলা ডান্স গ্র্যান্ড ফিনালে'-এর মঞ্চে যে 'টোটাল ধামাল' হতে চলেছে সে কথা বলার অবকাশই রাখছে না।
/indian-express-bangla/media/media_files/2025/08/28/sdsdf-2025-08-28-13-35-42.jpeg)
বিশেষ চমক
'ডান্স বাংলা ডান্স গ্র্যান্ড ফিনালে' -এর মঞ্চে দর্শক দেখবে ছন্দ, আবেগ আর সৃজনশীলতার এক অনবদ্য মিশেল। গ্ল্যামার আর আবেগের সংমিশ্রণ ঘটবে এওই মঞ্চে। রংবে রঙের আলোর ঝলকানি আর সাজসজ্জায় অসামান্য ক্যানভাসে মঞ্চে বিজয়ী আর সেলিব্রিটি পারফর্মরা যৌথভাবে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করবেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/28/dfgdfg-2025-08-28-13-35-42.jpeg)
রকমারি পারফরম্যান্স
গ্রুপ ডান্স থেকে শুরু করে হৃদয়ছোঁয়া কনটেম্পোরারি নৃত্য পরিবেশন, ঐতিহ্যবাহী বাংলা নৃত্যকে স্বমহিমায় নতুন করে দর্শকের সামনে উপস্থাপন করা হবে। রবিবারের সন্ধ্যা হয়ে উঠবে সাংস্কৃতিক মহোৎসব। বিশেষ অতিথির আসনে থাকছেন দেবশ্রী রায় এবং টোটা রায় চৌধুরী। যাঁদের উপস্থিতি এই ফিনালেকে করে তুলবে আরও বর্ণময় ও জাঁকজমকপূর্ণ।
/indian-express-bangla/media/media_files/2025/08/28/sfserf-2025-08-28-13-35-42.jpeg)
শেষ মুহূর্তের লড়াই
প্রতিযোগিতা ও অসাধারণ নৃত্য পরিবেশনার পর যাঁরা বিজয়ী ট্রফির জন্য লড়বেন তারা হলেন কৃত্তিকা মুখোপাধ্যায়, ত্রপমনা দত্ত, পূজা হালদার, আদিত্য কর্মকার, ঋদ্ধি সরকার এবং রিজু।
/indian-express-bangla/media/media_files/2025/08/28/sdfsdf-2025-08-28-13-35-42.jpeg)
মিঠুন-দেবশ্রীর যুগলবন্দি
মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে এক মঞ্চে থাকবেন দেবশ্রী রায় ও টোটা রায় চৌধুরী, যিশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায় তাঁদের ডান্স পারফরম্যান্স অনুষ্ঠানের ঐতিহ্যকে পৌঁছে দেবেন এক অন্য উচ্চতায়।