/indian-express-bangla/media/media_files/2025/09/08/545276553_17961615047975063_430590509699822761_n-2025-09-08-16-51-10.jpg)
জাঁকজমকপূর্ণ প্রচার
/indian-express-bangla/media/media_files/2025/09/08/542751927_4012807508864921_8015837436975821775_n-2025-09-08-16-52-29.jpg)
রবিবাসরীয় প্রচারে চমক
আজকাল বাংলা সিনেমার প্রচারে দেখা যায় নিত্য নতুন চমক। এবার সেই তালিকার নয়া সংযোজন পরিচালক শুভ্রজিৎ মিত্রর পুজোর ছবি 'দেবী চৌধুরানী'। প্রসেনজিৎ থেকে শ্রাবন্তী, বিবৃতি টু দর্শনা সহ সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন 'দেবী চৌধুরানী'-র প্রমোশন। ইতিহাসের পাতা থেকে তৈরি আসন্ন বাংলা ছবির জমকালো প্রচারের সাক্ষী থাকল রবিবারের শহর কলকাতা।
/indian-express-bangla/media/media_files/2025/09/08/asded-2025-09-08-16-52-29.jpeg)
রংমিলান্তি পোশাকে টিম দেবী চৌধুরানী
উজ্জ্বল লাল বর্ণের রংমিলান্তি পোশাকে 'জয় ভৈরবী যাত্রা'-য় অংশ নিয়েছিলেন প্রত্যেকে। লাল শাড়িতে শ্রাবন্তী-দর্শনা-বিবৃতিদের পাশে প্রসেনজিৎ-শুভ্রজিৎরাও জাস্ট ফাটাফাটি। দেবী দুর্গার আগমনের অপেক্ষায় চারিদিকে সাজসাজ রব। আর সেই উৎসবের আমেজ উসকে উত্তর কলকাতার রাস্তায় দেবী চৌধুরানীর প্রচারের রঙিন মুহূর্তের সাক্ষী থাকল তিলোত্তমা।
/indian-express-bangla/media/media_files/2025/09/08/sdfsf-2025-09-08-16-52-29.jpeg)
ঘোড়সওয়ার প্রসেনজিৎ-শ্রাবন্তী-বিবৃতি
'জয় ভৈরবী যাত্রা'-য় ঘোড়সওয়ার পর্দার দেবী চৌধুরানী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দোসর ভবানী পাঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বিবৃতিও। গাড়ি থেকে নেমে ঘোড়ায় চেপে শহর ঘুরে অভিনব কায়দায় ছবির প্রচার করলেন কলাকুশলীরা। শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে বিনোদিনী থিয়েটারে শেষ হয় এই মহাযাত্রা।
/indian-express-bangla/media/media_files/2025/09/08/geger-2025-09-08-16-52-29.jpeg)
প্রসেনজিৎ-এর বক্তব্য
ছবির প্রচারে প্রসেনজিৎ বলেন, 'প্রতিটি ছবির প্রচারে আমরা রাস্তায় নেমে চমকপ্রদ কিছু আয়োজন করার চেষ্টা করি। যা এখন সারা ভারতে খুবই সাধারণ বিষয় হয়ে উঠেছে। তবে এই ধরনের আমাদের ভাল লাগে তার কারণ আমরা সরাসরি মানুষের কাছে পৌঁছে যেতে পারি। দর্শকদের সঙ্গে মিশে গিয়ে তাঁদের ব্যক্তিগতভাবে ছবি দেখার আমন্ত্রণ জানাতে পারি। সাধারণত অভিনেতারা এভাবে পথে নামেন না। কিন্তু দর্শকদের ভালোবাসা ও সমর্থনেই আমরা এই জায়গাটায় পৌঁছতে পেরেছি । তাই দেবী চৌধুরানীর পুরো টিম সকলের সঙ্গে এই বিশেষ মুহূর্ত ভাগ করে নিলাম।'
/indian-express-bangla/media/media_files/2025/09/08/545382618_10164343716970530_4303270232334368619_n-2025-09-08-16-52-29.jpg)
সাংস্কৃতিক মেলবন্ধন
দেবী চৌধুরানীর প্রচারের জন্য 'জয় ভৈরবী যাত্রা' শুধু একটি প্রোমোশনাল ইভেন্ট নয় এটি হয়ে উঠেছিল সাংস্কৃতিক উৎসব। যেখানে সিনেমা, সাহিত্য ও দুর্গাপুজোর আনন্দ একেবারে মিশেমিশে একাকার হয়ে গিয়েছে।