/indian-express-bangla/media/media_files/2025/06/02/3WnDMCpYGn8SdxN2a8Cd.jpeg)
কে এই বঙ্গললনা
/indian-express-bangla/media/media_files/2025/06/02/3WnDMCpYGn8SdxN2a8Cd.jpeg)
এ কী ভয়ংকর রূপ!
পরনে শাড়ি, গায়ে আদিবাসীদের গয়না আর বিস্ফোরিত চোখ। কে এই বাঙালি অভিনেত্রী? চিনতে পারছেন? খুব শীঘ্রই আরও একটি নতুন বাংলা ছবিতে দেখা যাবে তাঁকে। এবার অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধছেন। নাম শুনলে কিন্তু, চমকে যাবেন। ভাবতেই পারবেন না আপনার পছন্দের নায়িকাকে রূপটান শিল্পী এমন লুকও দিতে পারেন!
/indian-express-bangla/media/media_files/2025/06/02/4NHhJJNHf9mGqu6C42mG.jpeg)
কে এই অভিনেত্রী?
ইনি কখনও শাকিবের প্রিয়তমা তো কখনও আবার দেবের কিশোরী। হ্যাঁ, ইধিকা পাল। বহুরূপে ঠিক এভাবেই দেখা যাবে ইধিকাকে। রোম্যান্টিক নায়িকার মোড়ক ছেড়ে সম্পূর্ণ ভিন্ন অবতারে দর্শকের দরবারে ধরা দিতে আসছেন দু'বাংলার অভিনেত্রী ইধিকা পাল।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/idhika.jpg)
উচ্ছ্বসিত ইধিকা
বহুরূপে কাজের সুযোগ পেয়ে খুশি ইধিকা। তাঁর বক্তব্য, কোনও সিনেমায় অভিনয় করার সময় নিজের চরিত্র কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে ফোকাস করেন। দর্শকের সামনে নিজেকে সঠিকভাবে মেলে ধরতে চেষ্টার কোনও ত্রুটি রাখেন না। তবে বহুরূপের চরিত্রটা শুনে প্রথমে একটু টেনশনে ছিলেন। তবে সেই সঙ্গে ছিল এই ধরনের চরিত্রের প্রতি আগ্রহও। কারণ ইধিকা পালকে এর আগে কখনও এমন লুকে দর্শক দেখেনি। এই চরিত্র থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন। সর্বোপরি, সোহম চক্রবর্তীর মতো একজন অভিজ্ঞ অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগও ইধিকার কাছে বিশেষ প্রাপ্তি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/idhika_c70367.jpg)
ইধিকায় মুগ্ধ পরিচালক
বহুরূপ ছবির যে চরিত্রে ইধিকা করছে তার নামটা প্রকাশ্যে আনতে চান না পরিচালক আকাশ মালাকার। কারণ নায়িকার নামের সঙ্গে সিনেমার অর্ন্তনিহীত অনেক অর্থ জড়িয়ে রয়েছে। পরিচালক তাঁর ছবির জন্য প্রথমেই ইধিকাকে ভেবে রেখেছিলেন। কিন্তু, কোনও এক অজ্ঞাত কারণ বশত প্রথমে যোগাযোগ করা হয়নি। শেষ মুহূর্তে দেখা হয় দুজনের। ইধিকার প্রশংসায় পঞ্চমুখ পরিচালক। কাজের প্রতি একাগ্রতা মুগ্ধ করেছে তাঁকে। এই ছবিতে সাত রকমভাবে দেখা যাবে 'কিশোরী' ইধিকা পালকে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/360517191_592394206376079_7711224533407231266_n.jpg)
সোহম-ইধিকার প্রশংসায় পঞ্চমুখ
পরিচালক সোহমের প্রশংসা করে বলেন, 'সোহমদা অনেক অভিজ্ঞ অভিনেতা। তাই তাঁকে আমরা সবাই জানি। কিন্তু ইধিকাকে নিয়ে আমার এতটা জানা ছিল না। আর সব থেকে বড় ও একজন ভাল মনের মানুষ। আমি আমার দিক থেকে এই চরিত্রের জন্য ওকে পেয়ে সত্যি খুব খুশি। বাকি টা আপনারাই বলবেন। তবে কথা দিচ্ছি এই ইধিকাকে আপনারা কোনও দিনও দেখেননি যাকে বহুরূপ এ দেখবেন।'