/indian-express-bangla/media/media_files/2025/05/29/WgXXAXXGyP2ylgv4L8En.jpeg)
বলুন তো কে
/indian-express-bangla/media/media_files/2025/05/29/dfgdgd-819317.jpeg)
কে এই লক্ষ্মীছানা?
এই বাচ্চা ছেলেটি কিন্তু সকলের কাছে ভীষণ পরিচিত। একাধারে জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা। এই মুহূর্তে জনপ্রিয় বাংলা মেগা তুই আমার হিরো-তে অভিনয়ও করছেন। বলুন কে এই বাঙালি ইউটিউবার ও অভিনেতা?
/indian-express-bangla/media/media_files/2025/05/29/dfgdg-242453.jpeg)
কিউটনেস ওভারলোডেড
ছেলেবেলায় কিউটনেস ওভারলোডেড। কিন্তু, এখন দেখলে এই মুখের সঙ্গে মিল খুঁজে পাওয়া মুশকিল। কারণ সে তো এখন অনেকটাই পরিণত। সোশ্যাল মিডিয়ায় সবসময়ই তাঁর দেখা মেলে। এই গোলুমুলু বাচ্চাটি কে? এবার জেনেই নেওয়া যাক।
/indian-express-bangla/media/media_files/2025/05/29/dzfgdfg-109339.jpeg)
মায়ের কোলে
এবার নিশ্চই খানিকটা আঁচ করতে পেরেছেন। হ্যাঁ, মায়ের কোলে এই বাচ্চা ছেলেটি নান আদার দ্যান সায়ক চক্রবর্তী। যিনি আজ সকলের কাছে ফেমাস সোশ্যাল আইকন হিসেবেই পরিচিত। সেই সঙ্গে টেলি অভিনেতাও। পরিবারের প্রত্যেকের সঙ্গেই রিল শেয়ার করেন। মা-দাদা-বউদি সকলকে নিয়ে নিত্যনতুন ভিডিও পোস্ট করেন সায়ক।
/indian-express-bangla/media/media_files/2025/05/29/dfgd-853961.jpeg)
দাদা-ভাই জুটি
সায়ক চক্রবর্তীর সঙ্গে তাঁর দাদা সব্যসাচীর বন্ডিং ভীষণ ভাল। দুজন সম্পূর্ণ আলাদা জগতের মানুষ। তবুও সম্পর্কের বন্ধন অটুট। বউদি সুস্মিতা পেশায় একজন অভিনেত্রী। তাঁর সঙ্গেও সায়ক মাজার ভিডিও শেয়ার করেন।
/indian-express-bangla/media/media_files/2025/05/13/IVG2auJciESVn7dV5qo0.jpg)
সুপুত্র সায়ক
ব্যক্তিগত জীবন নিয়ে কোনও লুকোচুরি করেন না সায়ক। একটা সময় প্রচণ্ড অভাবে দিন কেটেছে। সেই কথা প্রকাশ্যে বলেন। তাঁর মায়ের সন্তানদের জন্য ত্যাগের কথা বারবার তুলে ধরেন ভিডিওতে। মা রেখা চক্রবর্তীকে জীবনের সবটুকু সুখ দিতে চান সায়ক। মা-কে রানির হালে রাখার বাসনা। মায়ের জন্যই আজ প্রতিষ্ঠিত, সকলে তাঁকে চেনে। তাই সময় আর মায়ের যৌবন হারিয়ে গেলেও বর্তমানে ও ভবিষ্যতে মায়ের সব ইচ্ছেপূরণের দায়িত্ব নিয়েছেন সায়ক।
/indian-express-bangla/media/media_files/2025/05/02/mVwR5J4A82lgLL9Tru89.jpg)
ব্র্যান্ড অ্যম্বাসডার সায়ক
জনপ্রিয়তার নিরিখে এখন একটি মোবাইল কোম্পানির মুখ অর্থাৎ ব্র্যান্ড অ্যম্বাসডার সায়ক চক্রবর্তী। জীবনে সকলকে নিয়ে হাসি-আনন্দ করে কাটাতেই ভালবাসেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা। সেই কথা বেশ কয়েকবার ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেছেন সায়ক।