/indian-express-bangla/media/media_files/2025/08/29/anik-2025-08-29-15-38-28.jpeg)
কলকাতার ঐতিহ্যবাহী নাইট ক্লাবে হয়ে গেল সিনেমার গান উদ্বোধনের অনুষ্ঠান
/indian-express-bangla/media/media_files/2025/08/29/sfwef-2025-08-29-15-39-20.jpeg)
গানের উদ্বোধনী অনুষ্ঠান
অনীক দত্তর আগামী ছবি 'যত কান্ড কলকাতাতেই'। এই ছবিতে অনীকের ভাবনায় ধরা পড়বে ছয়ের দশকে তিলোত্তমার নস্টালজিয়া। বৃহস্পতিবার শহর কলকাতার ঐতিহ্যবাহী নাইট ক্লাবে হয়ে গেল সিনেমার গান উদ্বোধনের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন অভিনেত্রী রোজা পারমিতা দে, রিক চট্টোপাধ্যায়, সুরকার দেবজ্যোতি মিশ্র, গায়িকা তানিয়া সেন, পরিচালক অনীক দত্ত এবং প্রযোজক ফিরদৌসুল হাসান।
/indian-express-bangla/media/media_files/2025/08/29/sfsdfds-2025-08-29-15-39-20.jpeg)
গানের গুরুত্ব
১৯৬০ এবং ২০২৫ এই দুই সময়কালকে তুলে ধরা হয়েছে 'যত কান্ড কলকাতাতেই'। ছয়ের দশকের শহর কলকাতা এবং সেই শহরের ধনী, অভিজাত শ্রেণীর মানুষদের নাইট ক্লাব এ আনাগোনা, তাঁদের জীবনযাপন চিত্রায়িত করতেই এই ইংরাজি গানটিকে ব্যবহার করা হয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/29/sdfsfe-2025-08-29-15-39-20.jpeg)
কণ্ঠ-সুরকার
'যত কান্ড কলকাতাতেই' ছবির এই গানটি লিখেছেন অপরাজিতা বারুই। কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী তানিয়া সেন এবং সুর দিয়েছেন বিশিষ্ট সুরকার দেবজ্যোতি মিশ্র।
/indian-express-bangla/media/media_files/2025/08/29/sdfdsf-2025-08-29-15-39-20.jpeg)
পুজোর চমক
টলি সুপারস্টার অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন বাংলাদেশি অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। দুর্গা পুজোয় বাংলা ছবির লড়াইয়ে সামিল অনীক দত্তর 'যত কান্ড কলকাতাতেই'।
/indian-express-bangla/media/media_files/2025/08/29/sdffsdf-2025-08-29-15-39-20.jpeg)
নেপথ্য কাহিনি
নস্টালজিয়া ,হেঁয়ালি, এবং রহস্যে মোড়া এই ছবিতে তোপসের জুতোয় পা গলিয়েছেন আবীর চট্টোপাধ্যায়। এই ছবিতে তোপসে শুধু অ্যাসিস্ট্যান্ট বা সহকারীই নন বরং নিজেই একজন গোয়েন্দা। বাংলাদেশ থেকে একটি মেয়ের কলকাতায় নিজের পরিবারকে খোঁজার নেপথ্যে গল্প বুনেছেন পরিচালক অনীক দত্ত।