/indian-express-bangla/media/media_files/2025/07/08/img_2486-2025-07-08-16-15-27.jpg)
কে এই বাঙালি অভিনেত্রী?
/indian-express-bangla/media/media_files/2025/07/08/ggjg-2025-07-08-15-38-51.jpeg)
বঙ্গললনার এ কী ভয়ংকর রূপ!
কাজল কালো চোখ, কিন্তু সেই কাজল দেখেই যে ভয়ে আঁতকে ওঠার মতো পরিস্থিতি। কপালে মস্ত বড় লাল টিপ-খোলা চুল, গলায় লেবু আর পান পাতার মালায় মারাত্মক রূপ বঙালি অভিনেত্রীর। আর হাতের দিকে যদি নজর যায় তাহলে তো...সেখানে একগুচ্ছ খড়। এ কেমন সাজ বাঙালি অভিনেত্রীর!!
/indian-express-bangla/media/media_files/2025/07/08/bb-2025-07-08-15-38-51.jpeg)
ভয়ংকর রূপ
এই ছবিতে তো ভয়ংকর রূপ আরও স্পষ্ট। চিনতে পারছেন এই অভিনেত্রীকে? টেলিভিশনের পর্দায় মিষ্টি চরিত্রেই দেখা যায় তাঁকে। কিন্তু, আচমকা কী হল?
/indian-express-bangla/media/media_files/2025/07/08/cats-2025-07-08-15-45-19.jpg)
কে এই অভিনেত্রী?
এবার নিশ্চয়ই বুঝে গিয়েছেন কে এই অভিনেত্রী। হ্যাঁ, তিনি নান আদার দ্যান ভিডিও বউমা ধারবহিকের রিখিয়া রায় চৌধুরী। চরিত্রের প্রয়োজনেই এমন সাজ।
/indian-express-bangla/media/media_files/2025/07/08/cats-2025-07-08-15-47-11.jpg)
কেন এই ভোলবদল?
এই ভয়ংকর রূপের নেপথ্য কাহিনি জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, 'আমার স্বামী একটি আদিবাসী গ্রামে গিয়ে ভিডিও শুট করতে শুরু করে। সেখানে বিপদের সম্মুখীন হলে আমি ওকে বাঁচানোর চেষ্টা করি। আর সেই বিপদের হাত থেকে ওকে বাঁচানোর জন্যই আমাকে এই রূপ ধারণ করতে হয়।'
/indian-express-bangla/media/media_files/2025/07/08/img_2488-2025-07-08-16-17-45.jpg)
চ্যালেঞ্জিং মোমেন্ট
এই লুকটা কেন চ্যালেঞ্জিং ও কষ্টসাধ্য? রিখিয়া বলেন, ' আমার কস্টিউম হিসেবেই খড় ব্যবহার করা হয়েছিল। তার উপর একটা কাফতান জড়িয়ে দেওয়া হয়। হাতও ছিল পুরো খড়ের তৈরি। লুকটা করার পর ঠিক মতো উঠতে-বসতে পারছিলাম না। এমনকী জল খেতেও অসুবিধা হচ্ছিল। তবে কাজটা চ্যালেঞ্জং হলেও একটা অন্য অভিজ্ঞতা হল। কঠিন কাজেও আনন্দ আছে। এতদিন আমাকে সবাই একরকম দেখেছে, এই লুকটা হওয়ার পর আয়নায় নিজেকে দেখে বেশ মজা লেগেছে।'