'৫ নম্বর স্বপ্নময় লেন'-এর ট্রেলার লঞ্চ
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই বড় পর্দায় আসছে মানসী সিনহা পরিচালিত দ্বিতীয় ছবি ৫ নম্বর স্বপ্নময় লেন। প্রথম ছবি 'এটা আমাদের গল্প'-এর সাফল্যের পর এবার পরবর্তী ছবি নিয়ে দর্শকের দরবারে আসছেন অভিনেত্রী ও পরিচালক মানসী সিনহা। স্টার কাস্টের উপস্থিতিতে হয়ে গেল সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠান।
মাল্টি স্টারকাস্ট ভিত্তিক ছবি
প্রথম ছবি মুক্তির পরই দ্বিতীয় ছবির কথা ঘোষণা করেছিলেন পরিচালক মানসী সিনহা। এটিও মাল্টি স্টারকাস্ট ভিত্তিক একটি ছবি। এই ছবিতে যেমন রয়েছেন সিনিয়ার স্টার অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায় তেমনই দেখা যাবে অন্বেশা হাজরা, অর্জুন চক্রবর্তী, পায়েল মুখোপাধ্যায়, সায়ন সহ আরও অনেকে।
স্বপ্নভাঙার গল্প '৫ নম্বর স্বপ্নময় লেন'!
সিনেমার নামটার মধ্যেই লুকিয়ে রয়েছে স্বপ্নের কথা। কিন্তু, সেটা নতুন কোনও স্বপ্ন দেখার গল্প নয় বরং যখন স্বপ্ন ভাঙার গল্পই বলেছেন মানসী সিনহা।
হাসি-কান্না-মজার মেলবন্ধন '৫ নম্বর স্বপ্নময় লেন'-এ
মানসী সিনহার ছবিতে যেন ফিরে আসবে একান্নবর্তী পরিবারের গল্প। আজকের দিনে অট্টালিকার মতো ফ্ল্যাটের ভিড়ে একান্তবর্তী পরিবার একপ্রকার লুপ্তই বলা চলে। যদিও বা থাকে সেই সংখ্যা নিতান্তই কম। এইরকমই এক হাসিখুশি পরিবারে যখন অন্ধকারের কালো মেঘ নেমে আসে তখন কী ধরনের পরিস্থিতি তৈরি হয় সেই গল্পের প্রেক্ষিতেই তৈরি '৫ নম্বর স্বপ্নময় লেন'।
ভিটে হারানোর যন্ত্রণা
'৫ নম্বর স্বপ্নময় লেন'-এর ট্রেলারে রয়েছে চার দশক ধরে যে বাড়িতে এতগুলো মানুষ থাকে সেই পৈতৃক ভিটে হারানোর যন্ত্রণা। এই গলির মধ্যে একটি বাড়িকে কেন্দ্র করে গল্প বুনেছেন পরিচালক মানসী সিনহা। কী ভাবে হারানো বাড়ি ফিরে পাওয়া সম্ভব সেটার জন্য তো ২০ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে।