মৃগয়ার শুভ মহরৎ
পরিচালক অভিরূপ ঘোষের আগামী ছবি মৃগয়া। এই ছবিতে দর্শক পাবে থ্রিলারের স্বাদ। ৮ ডিসেম্বর রবিবাসরীয় সকালে স্টার কাস্টের উপস্থিতিতে হয়ে গেল মৃগয়ার শুভ মহরৎ।
সত্যি ঘটনা অবলম্বনে
সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হতে চলেছে অভিরূপ সাহার আপকামিং মুভি মৃগয়া। ছবিতে রয়েছে টলিপাড়ার একগুচ্ছ স্টার।
মাল্টি স্টারকাস্ট ভিত্তিক ছবি
এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় থেকে ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অনন্যা ভট্টাচার্য, সৌরভ দাস সহ আরও অনেককে।
বিক্রমের লুক
ক্লিন সেভড বিক্রম চট্টোপাধ্যায়। কখনও ঋত্বিকের সঙ্গে ক্যামেরায় পোজ তো কখনও শুভ মহরৎ-এর জায়গাতেই লেন্সবন্দি হয়েছেন বিক্রম।
হলুদ শাড়িতে রাঙা হাসি
মৃগয়ার শুভ মহরৎ-এ উজ্জ্বল হলুদ বর্ণের শাড়িতে একেবারে গ্ল্যামডল সুস্মিতা। জিতের সঙ্গে মানুষে শেষবার দেখা গিয়েছে। এবার শুরু অভিরূপ ঘোষের মৃগয়ার নয়া জার্নি।
টিম মৃগয়া দ্য হন্ট
এক ঝলকে দেখে নেওয়া যাক টিম মৃগয়া দ্য হন্ট। সিনেমার শুভ মহরৎ-এ ফ্রেমবন্দি কলাকুশলীরা।