প্রেমের শহর কলকাতা
স্মৃতি, সুর আর ম্যাজিকের মিশেলে শহর কলকাতার বুকে প্রেম জমে ক্ষীর। তিলোত্তমার বুকে ক্যাফের সংখ্যা নেহাইত কম নয়। রেডিও জকি অর্জুনের দুর্দান্ত পারফরম্যান্সে মোহিত হয়ে যায় স্বাধীন মহিলা পরিচালক তুলিকা। যে তাঁর ক্যামেরার লেন্সে বন্দি করে শহর কলকাতাকে। একদিন সে পৌঁছে যায় কলকাতার একটি ক্যাফেতে। যেখানে সেই মুহূর্তে পারফর্ম করেছিলেন রেডিও জকি অর্জুন। যার গানে মন্ত্রমুগ্ধ হতেই শুরু হয় এক অন্য প্রেমের কাহিনি। তবে শুধু প্রেম-ভালবাসাই নয়, সেই সঙ্গে শিল্পের প্রতি অমোঘ আকর্ষণ আর নিজেকে খোঁজার জার্নিও রয়েছে। এটা কোনও রূপকথার গল্প নয়, বরং পরিচালক সুমন মৈত্রের নতুন সিনেমা 'জারিয়া'-র প্রেক্ষাপট।