/indian-express-bangla/media/media_files/2025/07/11/dw-2025-07-11-18-02-37.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/07/11/vsfv-2025-07-11-18-03-17.jpeg)
প্রেমের শহর কলকাতা
স্মৃতি, সুর আর ম্যাজিকের মিশেলে শহর কলকাতার বুকে প্রেম জমে ক্ষীর। তিলোত্তমার বুকে ক্যাফের সংখ্যা নেহাইত কম নয়। রেডিও জকি অর্জুনের দুর্দান্ত পারফরম্যান্সে মোহিত হয়ে যায় স্বাধীন মহিলা পরিচালক তুলিকা। যে তাঁর ক্যামেরার লেন্সে বন্দি করে শহর কলকাতাকে। একদিন সে পৌঁছে যায় কলকাতার একটি ক্যাফেতে। যেখানে সেই মুহূর্তে পারফর্ম করেছিলেন রেডিও জকি অর্জুন। যার গানে মন্ত্রমুগ্ধ হতেই শুরু হয় এক অন্য প্রেমের কাহিনি। তবে শুধু প্রেম-ভালবাসাই নয়, সেই সঙ্গে শিল্পের প্রতি অমোঘ আকর্ষণ আর নিজেকে খোঁজার জার্নিও রয়েছে। এটা কোনও রূপকথার গল্প নয়, বরং পরিচালক সুমন মৈত্রের নতুন সিনেমা 'জারিয়া'-র প্রেক্ষাপট।
/indian-express-bangla/media/media_files/2025/07/11/dbdf-2025-07-11-18-03-17.jpeg)
কলকাতাকে ভালবেসে
প্রতি মুহূর্তে অনেক কিছু ঘটে গেলেও কলকাতায় রয়েছে সৃজনশীলতা, মনের সংযোগ। বিনিদ্ররজনী এই শহরের শৈল্পিক সত্ত্বাকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে ভালবাসার গল্প বুনেছেন পরিচালক সুমন মৈত্র। যেখানে শহর কলকাতার এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এক স্বাধীন পরিচালক আর রেডিও জকির মধ্যে ভালবাসা শুরু হলেও রয়েছে কহানি মে ট্যুইস্ট। গান, কফি, আড্ডার মধ্যে দিয়ে মানুষের সঙ্গে কী ভাবে সম্পর্ক গড়ে ওঠে সেই গল্পই বলবে 'জারিয়া'।
/indian-express-bangla/media/media_files/2025/07/11/dvvg-2025-07-11-18-03-17.jpeg)
অমৃতা বলছেন...
এই ছবিতে তুলিকার ভূমিকায় অভিনয় করছেন অমৃতা চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'একজন স্বাধীনচেতা পরিচালকের চরিত্র তুলিকা-তে আমি অভিনয় করছি। সে এই শহরটাকে যেমন ভালবাসে তেমনই ভালবাসে কফি। এছাড়াও তুলিকার পছন্দ গানের শো। নিজের কাজ নিয়ে ভীষণ চিন্তাভাবনা করা একজন মানুষ তুলিকা। সে মন খুলে কথা বলে, আবার একাকীত্বও পছন্দ। বাড়িতে দিদার সঙ্গে খুব সম্পর্ক তুলিকার।'
/indian-express-bangla/media/media_files/2025/07/11/dfvdf-2025-07-11-18-03-17.jpeg)
সিনেমা প্রসঙ্গে...
আরও বলেন, 'নতুন সিনেমা জারিয়া একটি সুন্দর প্রেমের গল্প। শহর কলকাতা এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটি স্বতন্ত্র ডকু চলচ্চিত্র নির্মাতা ও সংগীতশিল্পী প্রেমের গল্প। গান, কফি এবং আড্ডার মাধ্যমে কী ভাবে মানুষ একে অপরের কাছাকাছি আসে সেই গল্পই বলবে জারিয়া। সুমন দা'র সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা খুব ভাল। আর প্রযোজক শুভ (অনিমেষ গঙ্গোপাধ্যায়) আমার অনেক পুরনো বন্ধু। খুব মার্জিত এবং ঠাণ্ডা মাথার মানুষ।'
/indian-express-bangla/media/media_files/2025/07/11/dgdgrv-2025-07-11-18-03-17.jpeg)
অভিনেতা রাজেশ্বর বলছেন...
তাঁর কথায়, 'জারিয়া আমার জন্য বিশেষ একটা প্রজেক্ট। খুব মন প্রাণ দিয়ে আমরা কাজটা করেছি। এটা বাংলায় চতুর্থ কাজ। কলকাতার প্রতি একটা ট্রিবিউট জানানো হবে। কলকাতা যেমন সুরেলা এবং খাদ্যপ্রেমীর শহর ঠিক তেমনি এই 'জারিয়া'। শহরের প্রতি আবেগ প্রকাশিত হয়েছে এই ছবিতে। এই প্রেমটার মধ্যে অন্য গন্ধ আছে। এত সুন্দর জায়গায় শুটিং হয়েছে যে দর্শক পর্দায় দেখে মজা পাবে। সুমন দা'র সঙ্গে প্রথম কাজ। আমাদের কলাকুশলীরা দারুণ। আমি সব কিছু নিয়ে খুশি আছি কি না সেটা সবসময় খেয়াল রাোখা হত। এটা আমার সত্যিই বিরাট প্রাপ্তি। দারুণ অভিজ্ঞতা হল প্রযোজক শুভ দা'র সঙ্গে কাজ করে।'