অন্য অনুপমা
১৯ শতকের শেষ সময়, যখন বাংলার মেয়েরা সবে অক্ষরজ্ঞানের সঙ্গে পরিচিত হচ্ছে, তখন এক শিক্ষিত গ্রামীণ জমিদারের আদুরে কন্যা অনুপমা সে সময়ের বাংলা সাহিত্যের একনিষ্ঠ পাঠিকা হয়ে ওঠে।
নতুন জার্নি
সাহিত্যের কাল্পনিক চরিত্রদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গভীর চর্চা করতে করতে সে নিজেও নারী-পুরুষের ভালোবাসার সম্পর্কের জটিল গোলকধাঁধায় জড়িয়ে পড়ে।
প্রেমের পরশ
অনুপমা ছোটোবেলা থেকেই তাদের প্রতিবেশী ললিতের বাগদত্তা। তবুও যুবতী বয়সে প্রেমে পড়ে গ্রামেরই এক বিদ্বান যুবক সুরেশের। ললিত বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনুপমাকে বিয়ে করে সুখী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে।
প্রেমে প্রত্যাখ্যান
কিন্তু, অনুপমা এই বিয়েতে বেঁকে বসে। ললিতের প্রস্তাব প্রত্যাখ্যান করে সে। অনুপমার প্রত্যাখ্যানে স্বপ্নভঙ্গের যন্ত্রণায় ললিতের জীবন বদলে যায়।
অনুপমার বিয়ের ফুল
ভুল পথে জীবন অতিবাহিত করা শুরু করলে জেল হয় ললিতের। এদিকে অনুপমার জেদে তার বাবা বাধ্য হয় সুরেশের সঙ্গে মেয়ের বিয়ের আয়োজন করে।
দুর্ঘটনা
কিন্তু বিয়ের দিন ঘটে এক চরম অঘটন। বদলে যায় অনুপমার জীবন। ২১ নভেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে সাহিত্যের সেরা সময়েরল নিবেদন অনুপমার প্রেম।
ত্রিকোণ প্রেমের কাহিনি
একদিকে সুরেশের প্রতি অনুপমার তীব্র প্রেম, অন্যদিকে ললিতের অনুপমাকে নিয়ে সংসারের স্বপ্ন। ত্রিমুখী প্রণয়- আখ্যানে পিষতে থাকে অনুপমার জীবন |