/indian-express-bangla/media/media_files/2025/07/04/cats-2025-07-04-18-13-23.jpg)
অরিন্দমের নতুন ছবি
/indian-express-bangla/media/media_files/2025/07/04/504614165_1264471225035089_5539198303629558623_n-2025-07-04-18-13-55.jpg)
সাহিত্যের পাতা থেকে সিনেমার পর্দায়
বাম জমানার 'মনীষা অন্তর্ধান'-এর আধারে গল্প বুনেছেন পরিচালক অরিন্দম শীল। তঁকে ঘিরে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। যদিও সেসব এখন অতীত। অরিন্দম শীল মানেই এখন শুধু চর্চায় নতুন ছবি 'কর্পূর'। চেনা ছন্দে ফিরেছেন পরিচালক অরিন্দম শীল। তাঁর ভাবনায় এবার রাজনৈতিক প্রেক্ষাপট। সত্য ঘটনা অবলম্বণে সাহিত্যিক দীপান্বিতা রায়ের লেখা উপন্যাসের পাতা থেকে সংগৃহিত অরিন্দম শীলের নতুন ছবি কর্পূর।
/indian-express-bangla/media/media_files/2025/07/04/515500622_1285493749599503_6464235631018952174_n-2025-07-04-18-15-08.jpg)
সত্যঘটনা অবলম্বণে
নয়ের দশকের শেষভাগে মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হবে 'কর্পূর'। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী পরীক্ষা নিয়ামক ১৯৯৭ সালে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তাঁর হদিশ আজও পাওয়া যায়নি। বাস্তবের ঘটনাকে সিনেমার পর্দায় ফুটিয়ে তোলার নতুন জার্নি শুরু করেছেন পরিচালক অরিন্দম শীল।
/indian-express-bangla/media/media_files/2025/07/04/jhh-2025-07-04-18-16-17.jpg)
রাজনীতিবিদ থেকে অভিনেতা কুণাল
মুক্তি পেয়েছে অরিন্দমের নতুন ছবির স্টার কাস্টের প্রথম ঝলক। অভিনয়ে ইন্ডাস্ট্রির এক ঝাঁক তারকা। সেই তালিকায় রয়েছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। দুঁদে রাজনীতিবিদ হলেও, অভিনয়ের ক্ষেত্রে তিনি নবাগত। কুনালের লুক প্রকাশ্যে আসতেই কানাঘুষো সিনেমার পর্দায় তিনি নাকি অনিল বিশ্বাস।
/indian-express-bangla/media/media_files/2025/07/04/cats-2025-07-04-18-17-48.jpg)
তারকাখচিত 'কর্পূর'
অরিন্দম শীলের ছবিতে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন ব্রাত্য বসু, সাহেব চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, অর্পণ ঘোষাল, লহমা ভট্টাচার্য, অনন্যা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুমকি চট্টোপাধ্যায়, কনদ মৈত্র, সঞ্জীব সরকার, সন্দীপ ভট্টাচার্য, প্রদীপ্ত রায়, অভিষেক দে বিশ্বাস, পায়েল রায়, তপস্যা দাশগুপ্ত। লাস্ট বাট নট ইন লিস্ট কুণাল ঘোষ।
/indian-express-bangla/media/media_files/wPuGmb5p6MJ1NGyyipOw.jpg)
অরিন্দমের বক্তব্য
এই ছবি প্রসঙ্গে পরিচালক অরিন্দম শীল বলছেন, 'সাহিত্যিক দীপান্বিতার উপন্যাসটি পড়ার পর সিনেমা তৈরির সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দুজনের ভাবনার মিলিত ফল, সত্য ঘটনা অবলম্বণে আদ্যোপান্ত রাজনৈতিক থ্রিলার পরিবেশন।'
/indian-express-bangla/media/media_files/2025/07/04/515509684_1285511356264409_5341053868136585163_n-2025-07-04-18-18-56.jpg)
লক্ষ্মীবারে শুটিং ফ্লোরে কর্পূর
৩ জুলাই, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিনেমার শুটিং। কলকাতার মোট ৫৮ টি জায়গায় ১৮ দিন ধরে হবে কর্পূরের শুটিং।