কবে মুক্তি 'ভূস্বর্গ ভয়ংকর'-এর?
বড়দিনের আবহে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'ভূস্বর্গ ভয়ংকর' মুক্তি পেতে চলেছে সে তো কম-বেশি সকলেই জানে। কিন্তু, নির্দিষ্ট দিনক্ষণ কবে তা জানতে মুখিয়ে ছিল গোয়েন্দা গল্পের দর্শক। আসলে বাঙালি তো বরাবরই গোয়েন্দা গল্পের ভক্ত। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে 'ভূস্বর্গ ভয়ংকর'। জটায়ু-তোপসেকে নিয়ে কোন রহস্যের জাল উন্মোচন করতে আসছে ফেলুদা? তা জানতে তো আরও কয়েকটা দিন ধৈর্য্য ধরতেই হবে।
গোয়েন্দা চরিত্রে টোটা
ভিন্ন স্বাদের চরিত্রে নিজেকে একজন দক্ষ অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন টোটা রায়চৌধুরী। এবার গোয়েন্দা 'ফেলুদা' চরিত্রে মুখ্য ভূমিকায় দর্শকের দরবারে ধরা দিতে আসছেন। তিনি কী ভাবে রহস্যের জাল উন্মোচন করবেন সেটাই তো দেখা যাবে 'ভূস্বর্গ ভয়ংকর'-এ।
অনির্বাণ যখন জটায়ু
ফেলুদার সর্বক্ষণের সঙ্গী জটায়ু। যে চরিত্রে দেখা যাবে অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে।
তোপসের চরিত্রে কে?
তোপসে ছাড়া তো গোয়েন্দা গল্প মোটেই জমবে না। ফেলুদা-জটায়ুর মতোই ভূস্বর্গ ভয়ংকর-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন কল্পন মিত্র। সব রহস্যের জাল উন্মোচন করতে সর্বদা এক পায়ে এগিয়ে। তোপসের চরিত্রে কল্পনের বুদ্ধিদীপ্ততা দর্শকের মনে প্রভাব ফেলতে পারে কিনা সেটাই দেখার।
অবসরপ্রাপ্ত বিচারক রজতাভ
'ভূস্বর্গ ভয়ংকর'-এ সিদ্ধেশ্বর মল্লিকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্ত। এক ভুতূড়ে বিচারক যার ভয়ংকর অতীত সামনে আসতেই উন্মোচিত হবে হাড় হিম করা রহস্য!
সিদ্ধেশ্বরের সহকারী ঋদ্ধি
সৃজিত মুখোপাধ্যায়ের নির্দেশনায় 'ভূস্বর্গ ভয়ংকর'- এ অভিনয় করেছেন ঋদ্ধি সেন। সিদ্ধেশ্বর মল্লিকের সহকারী হিসেবে দেখা যাবে তাঁকে। তাঁর চরিত্রের নাম সুশান্ত।
কোন ভূমিকায় শাওন চক্রবর্তী?
বিজয় মল্লিকের জুতোয় পা গলিয়েছেন অভিনেতা শাওন চক্রবর্তী। সৃজিতের পরিচালনায় মাল্টি স্টারকাস্ট ভিত্তিক এই ছবি বড়দিনে বাংলা ছবির দর্শকের বড় প্রাপ্তি সে কথা বলাইবাহুল্য।