দীপিকা পাডুকোন
গত ৮ সেপ্টেম্বর মা হয়েছেন বলিউডের মস্তানি দীপিকা পাডুকোন। গত ৮ সেপ্টেম্বর দীপবীরের ঘরে এসেছে লক্ষ্মীছানা দুয়া পাডুকোন সিং।
ইয়ামি গৌতম
দীপিকার মতোই চলতি বছরে মাতৃত্বের স্বাদ পেয়েছেন কাবিল খ্যাত অভিনেত্রী ইয়ামি গৌতম। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।
রিচা চড্ডা
এবার আসা যাক রিচা চড্ডার কথায়। আলি ফজল ও রিচা চড্ডার ঘর আলো করেছে তাঁদের একমাত্র রাজকন্যা জুনেইরা।
নাতাশা দালাল
কন্যা সন্তানের মা হয়েছেন বরুণ পত্নী নাতাশা দালাল। ক্রিসমাসে প্রথমবার ফ্যামিলি ফটো শেয়ার করেছেন ড্যাডি কুল বরুণ। তবে মেয়ের মুখের উপর রয়েছে ইমোজি।
মাসাবা গুপ্তা
চলতি বছরের এপ্রিলে প্রেগন্যান্সির খবর শেয়ার করেছিলেন মাসাবা গুপ্তা। ১১ অক্টোবর ফুটফুটে মেয়ে এসেছে মাসাবার কোলে।
অনুষ্কা শর্মা
দ্বিতীয় বার মা হয়েছেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা। ভামিকার পর অকায়-র মা হয়েছেন অভিনেত্রী। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বার মাতৃত্বের সুখ আস্বাদন করেছেন বলিউড অভিনেত্রী।
দৃষ্টি ধামি
বড় পর্দার এবার একটু নজর দেওয়া যায় ছোট পর্দাতে। চলতি বছরে মা হয়েছেন ধারাবাহিক 'গীত হুই সবসে পরাই' খ্যাত দৃষ্টি ধামি। গত ২২ অক্টোবর টেলি অভিনেত্রীর ঘরে এসেছে বেবি গার্ল লীলা।