Bollywood Actress Became Mother This year: দীপিকা টু অনুষ্কা, ২০২৪-এ মা হলেন কোন কোন অভিনেত্রী?

Bollywood Actress Became Mother: চলতি বছরে বেশ কিছু বলি ডিভা মাতৃত্বের স্বাদ পেলেন। সেই তালিকায় রয়েছেন বড় পর্দা থেকে ছোট পর্দার অভিনেত্রী।

Bollywood Actress Became Mother: চলতি বছরে বেশ কিছু বলি ডিভা মাতৃত্বের স্বাদ পেলেন। সেই তালিকায় রয়েছেন বড় পর্দা থেকে ছোট পর্দার অভিনেত্রী।

author-image
Kasturi Kundu
New Update
bbbr

আর মাত্র কয়েকটা দিন, তারপরই ২০২৫-কে স্বাগত জানাবে বিশ্ববাসী। ভাল-খারা মিলিয়েই বছরটা কেটেছে বলিউড তারকাদের। কারো জীবনে খারাপ সময় তো কারও আবার চিরস্মরণীয় একটা বছর। চলতি বছরে মাতৃত্বের সুখ পেয়েছেন বিটাউন ডিভাদের অনেকেই। সেই তালিকায় রয়েছে দীপিকা পাডুকোন থেকে অনুষ্কা শর্মা, নাতাশা দালাল থেকে রিচা চড্ডার মতো বেশ কিছু অভিনেত্রী। শুধু বড় পর্দারই নয়, মা হওয়ার আনন্দ উপভোগ করছেন টেলি অভিনেত্রীরাও। এক নজরে দেখে নেওয়া যাক, চলতি বছরে যাঁরা মা হয়েছেন সেই তালিকাটা।

deepika padukone Anushka Sharma Richa Chadha bollywood actress