/indian-express-bangla/media/media_files/2024/12/21/Tsju4Ub5g9ssGh1nMKKt.jpg)
পুরীতে ছুটির মুডে দেবলীনা
/indian-express-bangla/media/media_files/2024/12/21/k4HFh02kMZ09XNtjy934.jpg)
ছুটির ফাঁদে
বছর শেষের মরসুমে ছুটির ফাঁদে টলি অভিনেত্রী দেবলীনা কুমার। এই মুহূর্তে পুরীর সমুদ্রে ছুটির আমেজে রয়েছেন অভিনেত্রী। সমাজমাধ্যমের পেজে সেই ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
/indian-express-bangla/media/media_files/2024/12/21/Wu0jQeo5kikukbPHu0q2.jpg)
সেলফি ম্যানিয়া
সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি, ছুটির মুডে সেলফি মাস্ট। সেই তালিকায় রয়েছেন গৌরব ঘরণী দেবলীনাও।
/indian-express-bangla/media/media_files/2024/12/21/ZZXUh9S9BPVJMEPbIcQh.jpg)
দেবলীনার জগন্নাথ দর্শন
সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি, ছুটির মুডে সেলফি মাস্ট। সেই তালিকায় রয়েছেন গৌরব ঘরণী দেবলীনাও।
/indian-express-bangla/media/media_files/2024/12/21/XaXU7bAsR0LcJoOLvwEo.jpg)
স্বাস্থ্য সচেতন দেবলীনা
সমুদ্রের পাড়ে ঘুরবেন আর একটু শশা খাবেন না তাই আবার হয় নাকি। শরীর সচেতন দেবলীনা সাগর পাড়ে শশা খাচ্ছেন।
/indian-express-bangla/media/media_files/2024/12/21/VksQmsKalf5b3EOjyc64.jpg)
বালুকাবেলায় দেবলীনা
বালির উপর হৃদয় এঁকে তার মাঝে লেখা 'লাভ'। ছোটরা যেমন বালি দিয়ে ঘর বানায়, দেবলীনা আঁকলেন ভালবাসা।
/indian-express-bangla/media/media_files/2024/12/21/TSBWV4UsMW4m90oH8FUW.jpg)
শ্বেতশুভ্র দেবলীনা
সাদা ধবধবে সালোয়ারে শ্বেতশুভ্র দেবলীনার থেকে যেন চোখ ফেরানো যাচ্ছে না। তাঁর রূপের স্নিগ্ধতা আর প্রাণখোলা হাসিতে মুগ্ধ নেটপাড়া।
/indian-express-bangla/media/media_files/2024/12/21/xA9uxNrFcmCLLBUGNLSN.jpg)
রাঙা হাসি
তিনি বরাবরই বেশ হাসিখুশি। এক গাল হেসেই কতা বলেন দেবলীনা। পুরী থেকে পোস্ট করা ছবিতেও দেবলীনা রাঙা হাসি মন ছুঁল নেটনাগরিকদের।
/indian-express-bangla/media/media_files/2024/12/21/sGUZrFaMdpPkr9RtJ7hJ.jpg)
অবসরযাপন
রিল্যাক্স মুডে হোটেলের ঘরে এক কাপ চায়ের সঙ্গে বই পড়ছেন দেবলীনা।