New Update
/indian-express-bangla/media/media_files/2024/11/16/g1c7eMqVfkrSfEVgomR0.jpg)
শীতের আমেজে সুপারহিট দিশার ফ্যাশন গোল
Disha Patani Bikini And Saree Look : হট অ্যান্ড বোল্ড অবতারে বারবার সকলের নজর কাড়েন দিশা পাটানি। কখনও বিকিনি লুকে উষ্ণতার পারদ চড়ান তো কখনও আবার শাড়ি লুকেও লাস্যে মাখামাখি! হলুদ বিকিনিতে দিশার লেটেস্ট ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
শীতের আমেজে সুপারহিট দিশার ফ্যাশন গোল
উজ্জ্বল হলুদ রঙের বিকিনিতে উপচে পড়ছে হটনেস। হলুদ পরী দিশায় মজে নেটপাড়া। ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় চড়ছে উষ্ণতার পারদ।
বোল্ড ফ্যাশন সেন্সের জন্য লাইমলাইটে থাকেন দিশা পাটানি। বিকিনি বেব দিশার লেটেস্ট ফটোয় বুঁদ নেটপাড়া।
শুধু বিকিনিতেই উষ্ণতা ছড়ান না, শাড়িতেও বোল্ড আন্দাজে দশ গোল দেন দিশা। উন্মুক্ত পিঠে চোখ আটকেছে নেটনাগরিকদের।
হালকা শীতের আমেজে দিশার ফ্যাশন সেন্স সকলের নজর কেড়েছে। শাড়িতেও যে বোল্ড লুক পাওয়া যায় তা দিশার লুকেই স্পষ্ট।
সিনেমার জন্য যত না চর্চায় থাকেন তার থেকে বেশি হট অ্যান্ড বোল্ড লুকের জন্য লাইমলাইটে থাকেন দিশা।
বোল্ডনেসের জন্য অনেক সময়ই বিতর্কে জড়ান দিশা পাটানি। আম্বানিদের গণেশ পুজোয় একবার পাতলা ফিনফিনে শাড়ি পরে ট্রোলড হয়েছিলেন। শাড়ির ফাঁকে উন্মুক্ত কোমড় আর খোলা পিঠের কারণেই কটাক্ষের শিকার হয়েছিলেন।
দিশা পাটানি নিঃসন্দেহে একজন বিউটি ক্যুইন। ছিপছিপে ফিগারে বিকিনি থেকে শাড়ি সবেতেই দশ গোল দেন বিউটি ক্যুইন দিশা পাটানি।