/indian-express-bangla/media/media_files/2025/01/30/xA1OFqoLVLyG60YKf3jh.jpeg)
'এই রাত তোমার আমার'-এর প্রিমিয়ার
/indian-express-bangla/media/media_files/2025/01/30/Cp78OubZvQMBfcBSE5RJ.jpeg)
না বলা অনেক কথা...
বিয়ের পর ৫০ টি বসন্ত পার করলেও যেন মনের ভিতর জমে থাকে না বলা অনেক কথা। সেইরকমই এক দাম্পত্যের কাহিনিকে বড় পর্দায় ফুটিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অঞ্জন দত্ত ও অপর্ণা সেনের যুগলবন্দিতে শুক্রবার মুক্তির অপেক্ষায় পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন ছবি এই রাত তোমার আমার।
/indian-express-bangla/media/media_files/2025/01/30/ZaSrzjsxTveQF61hPF55.jpg)
প্রিমিয়ারে চাঁদের হাঁট
শহরের একটি প্রেক্ষাগৃহে হয়ে গেল এই রাত তোমার আমার ছবির প্রিমিয়ার। টলিপাড়ার একঝাঁক তারকার উপস্থিতিতে একবারে জমজমাট প্রিমিয়ারের সন্ধ্যা। দেব-সৌরসেনী থেকে মুনমুন সেন, সন্দীপা সহ টলিপাড়ার তারকারা এসেছিলেন। স্বামীর হাত ধরে প্রিমিয়ারের শেষে বেরিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেন।
/indian-express-bangla/media/media_files/2025/01/30/lfCeTaqYYfTfkxDwLD8U.jpeg)
প্রিমিয়ারে দুবাই ফেরৎ দেব
দুবাইয়ে খাদানের প্রিমিয়ার সেরে কলকাতায় ফিরেছেন সুপারস্টার দেব। অপর্ণা সেনের পরিচালনায় আরশিনগর ছবিতে কাজ করেছিলেন। এই রাত তোমার আমার দেখে আপ্লুত দেব। এই ধরনের ছবি বাংলায় তৈরি হওয়া উচিত বলেও মত প্রকাশ করেছেন দেব। বাংলা ছবির দর্শকের এই ছবি ভাল লাগবে বলে আশাবাদী খাদান নায়ক।
/indian-express-bangla/media/media_files/2025/01/30/03LrlJjfmwTezeCi1RHj.jpeg)
পর্দার রঞ্জনার সঙ্গে অঞ্জন দত্ত
এই রাত তোমার আমার-এর প্রিমিয়ারে হাজির ছিলেন পর্দার রঞ্জনা ওরফে পার্ণো মিত্র। চিত্রসাংবাদিকদের সামনে হাসি মুখে পোজও দিয়েছেন দুজনে।
/indian-express-bangla/media/media_files/2025/01/30/ystvxn3xYNqzWJuFqbIU.jpeg)
ক্যামেরাবন্দি অমর-জয়া
এই রাত তোমার আমার-এর প্রিমিয়ারে পর্দার অমর-জয়াকে একসঙ্গে পোজ দেওয়ার অনুরোধ চিত্রসাংবাদিকদের। তাঁদের কথা পাশাপাশি অমর-জয়া ওরফে অঞ্জন দত্ত ও অপর্ণা সেন।
/indian-express-bangla/media/media_files/2025/01/30/3D6nGgpjpJ6pe0FuzRhx.jpeg)
পরমের প্রতিক্রিয়া
প্রিমিয়ারে স্বস্ত্রীক এসেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমার প্রিমিয়ারে দর্শকের প্রতিক্রিয়ায় খুশি। তবে শুক্রবার ছবি মুক্তির পর আসল চিত্রটা বোঝা যাবে বলে মন্তব্য পরমব্রতর।