প্রিমিয়ারে চাঁদের হাঁট
শহরের একটি প্রেক্ষাগৃহে হয়ে গেল এই রাত তোমার আমার ছবির প্রিমিয়ার। টলিপাড়ার একঝাঁক তারকার উপস্থিতিতে একবারে জমজমাট প্রিমিয়ারের সন্ধ্যা। দেব-সৌরসেনী থেকে মুনমুন সেন, সন্দীপা সহ টলিপাড়ার তারকারা এসেছিলেন। স্বামীর হাত ধরে প্রিমিয়ারের শেষে বেরিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেন।