/indian-express-bangla/media/media_files/2025/02/07/FUny8rJGEczum8vOuvcB.jpg)
প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন গার্গী রায়চৌধুরী ও রজতাভ দত্ত
/indian-express-bangla/media/media_files/2025/02/07/hFOhzTAdzaTsfM5fgOHj.jpg)
রজতাভ-গার্গীর 'বলরাম কান্ড'
প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধলেন রজতাভ দত্ত আর গার্গী রায়চৌধুরী। হাসির মোড়কে আসছে এই জুটির প্রথম ছবি বলরাম কান্ড। সিনেমার পোস্টার তো আগেই মুক্তি পেয়েছিল। এবার প্রকাশ্যে সিনেমার ট্রেলার। পরিচালক ও স্টার কাস্টের উপস্থিতিতে একটি বিলাসবহুল রেস্তোরাঁয় হয়ে গেল ট্রেলার লঞ্চের জমজমাট অনুষ্ঠান। সিরিয়াস চরিত্রের পাশাপাশি মজার চরিত্রের জন্যও রজতাভ দত্তর জুড়ি মেলা ভার। সপ্তাশ্ব বসুর পরিচালনায় আসছে নির্ভেজাল হাসির ছবি বলরাম কান্ড।
/indian-express-bangla/media/media_files/2025/02/07/vNWzestLSw47PITSFxEj.jpg)
১২ বছর পর...
মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রজতাভ ও গার্গী। আর তাঁদের মেয়ের ভূমিকায় ঐশ্বর্য সেন। ১২ বছর আগে দাম্পত্যে ইতি টানেন তাঁরা। কিন্তু, মেয়ে অল্প বয়সেই বিয়ের বায়না করে। নিজেদের সেই অভিজ্ঞতা থেকে মেয়ের ভবিষ্যৎ আঁচ করতে পারে কিশোর সান্যাল (রজতাভ) ও তরঙ্গিনী মুখোপাধ্যায় (গার্গী)। তাই ১২ পর ফের একছাদের নীচে থাকার সিদ্ধান্ত নেয় দুজনে।
/indian-express-bangla/media/media_files/2025/02/07/4DwxoiFRqLmUqskISIQA.jpg)
দমফাটা হাসির গল্প
এরপরই ঘটবে সব মজার ঘটনা। সেখানেই তো কাহানি মে ট্যুইস্ট। একেবারে দমফাটা হাসির গল্পে পেট ফেটে যাবে দর্শকের। গার্গীকে এর আগেও 'হামি'-তে এই ধরনের মজার চরিত্রেই দেখেছে দর্শক। এবার বলরাম কান্ডে তিনি কী কী ঘটান তারই অপেক্ষা।
/indian-express-bangla/media/media_files/2025/02/07/F5TI3OifoBJyJ7oGHlep.jpg)
নৈনিতাল টু কলকাতা
সিনেমার সিংহভাগ শুটিং হয়েছে নৈনিতালে। আর সেই নৈনিতাল লন্ডভন্ড করে কলকাতায় কোন বলরাম কান্ড ঘটছে তা জানতে একটু ধৈর্য তো ধরতেই হবে। এই ছবি দর্শককে জোর করে কাতুকুতু দিয়ে হাসাবে না বলেই বিশ্বাস রজতাভর। হাস্যকৌতুকে ভরপুর এই ছবিতে রয়েছে আবেগের ছোঁয়াও। কেক কেটে হইহই করে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে আনন্দে মেতেছিলেন রজতাভ-গার্গী-ঐশ্বর্যরা।
/indian-express-bangla/media/media_files/2025/02/07/UtkA4TYPGhxztJ5OsApl.jpg)
পরিচালকের মতে
পরিচালক সপ্তাশ্ব বসুর কথায়, তিনি এমনই একটি পারিবারিক ছবি বানাতে চেয়েছিলেন। হাসি-মজার মোড়কে বিভিন্ন সম্পর্কের দায়বদ্ধতার গল্প বলবে বলরাম কান্ড। দোলের আবহে বড় পর্দায় মুক্তি পাবে সপ্তাশ্ব বসুর মজার ছবি বলরাম কান্ড। যাঁরা কমেডি মুভি দেখতে ভালবাসে তাঁদের জন্য এই ছবি নিঃসন্দেহে হয়ে উঠতে পারে পারফেক্ট চয়েজ।