/indian-express-bangla/media/media_files/2025/03/14/n1zgZvVdmQN7bHBEmaKZ.jpg)
শুটিংয়ের ব্যস্ততা ভুলে রঙের উৎসবে সামিল টলিপাড়ার সেলেবরা। হোলির আনন্দে একেবারে বুঁদ দেব টু নুসরত। বসন্তোৎসবের দিন কেউ মেতেছেন রং খেলায় তো কেউ আবার পরিবারের সঙ্গে সময় কাটালেন। দোলে পোষ্যর সঙ্গেও কোয়ালিটি সময় কাটিয়েছেন টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রিয়জনকে সঙ্গে নিয়ে ফাগ আবিরে রাঙা এমন চিত্রও রয়েছে। অন্তঃসত্ত্বা অবস্থায় কেমন হল রং খেলা? আর সদ্য মা হওয়ার পরও রং দিতে ভূত সাজলেন নিউলি মাম্মিরা। আর হোলির বাড়তি আকর্ষণ ডায়েট ভুলে কবজি ডুবিয়ে খানাপিনা। কে কী ভাবে হোলির আনন্দে সামিল হলেন? দেখে নিন এক ক্লিকে।