কলকাতায় মেলার বাহার
শহুরে শীতে তিলোত্তমার বুকে মেলার ছয়লাপ। পুরো শীতকাল জুড়েই শহরের আনাচে-কানাচে মেলার সম্ভার। দীর্ঘ ৩০ বছর কলকাতায় সায়েন্স সিটির মেলার মাঠে আয়োজন করা India International Mega Trade Fair। চলতি বছরেও এর ব্যতিক্রম হয়নি। বরং আরও সাজিয়ে গুছিয়ে মেলার আয়োজন করা হয়েছে। ১৭ টি দেশের ১২০০-র বেশি স্টল রয়েছে এখানে। ভারতের ২২ টি রাজ্যের ১.৫ লাখ ইউনিক আইটেম রয়েছে।
মেলার 'বস' জিৎ
এই মেলার জৌলুস বাড়িয়েছেন টলিউডের 'বস' জিৎ। তাঁর উপস্থিতিতে মেলার ভিড় ছিল একেবারে চোখে পড়ার মতো। শহর কলকাতার রাস্তার ভিড়ের যেন অর্ধেকটা সেদিন ছিল India International Mega Trade Fair-এ। পর্দার সুপারস্টারকে চোখের সামনে দেখার মজাটাই তো আলাদা।
জিতের মেলা ভ্রমণ
বিকেল চারটের সময় মেলায় এসেছিলেন জিৎ। থাইল্যান্ড, ইজিপ্ট, টার্কি, দুবাই, সিঙ্গাপুর, আমেরিকা সহ অন্য দেশের নানান স্টল ঘুরে দেখেন জিৎ। বিদেশি স্টলের চাকচিক্য দেখে কিন্তু দেশের স্টলে ঢুঁ মারতে মোটেই ভোলেননি বাংলার সুপারস্টার জিৎ।
খোশ মেজাজে জিৎ
মেলায় এসে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন জিৎ। এই মেলায় সকলকে আসার আহ্বান জানিয়েছেন অভিনেতা। প্রতিটি স্টলের প্রশংসা সোনা গেল জিতের মুখে।
মেলার শেষ দিন
৬ জানুয়ারি, সোমবার পর্যন্ত সায়েন্স সিটি মেলার মাঠে চলবে India International Mega Trade Fair। যাঁরা এখনও মেলা দেখতে যেতে পারেননি তাদর হাতে রয়েছে আর মাত্র একটা দিন।
কোথায় পাবেন টিকিট?
আপনিও এই মেলায় যেতে চান? যাত্রী সাথাী অ্যাপে পেয়ে যাবেন এই মেলায় ঘোরার টিকিট।