HANGAMA DOT COM: বনি-কৌশানীর রোম্যান্টিক পোজ- দোসর গ্ল্যামারাস শ্রাবন্তী, 'হাঙ্গামা ডট কম' নিয়ে কী বার্তা পরিচালকের?

HANGAMA DOT COM Relase Date: ঈদে মুক্তির অপেক্ষায় 'হাঙ্গামা ডট কম'। তার আগে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দর্শকের উদ্দেশে কী বার্তা পরিচালকের?

HANGAMA DOT COM Relase Date: ঈদে মুক্তির অপেক্ষায় 'হাঙ্গামা ডট কম'। তার আগে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দর্শকের উদ্দেশে কী বার্তা পরিচালকের?

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
fgsfgsfg

দুই ভিন্ন পরিবার যাঁদের সংস্কৃতিও সম্পূর্ণ আলাদা, তখন প্রেমের পথে আসা চ্যালেঞ্জের মোকাবিলা কী ভাবে করতে হয় সেই বুনোটেই গল্প বুনেছেন পরিচালক। দুজন মধ্যবয়স্ক বাবার সংস্কৃতির পার্থক্য নিয়ে তৈরি হবে মতভেদ-দ্বন্দ্ব। কিন্তু, যখন তাঁদেরই সন্তানরা প্রেমে পরবেন তখন মনের ভিতর জাগবে এক অন্য অনুভূতি। ধীরে ধীরে নিজেরা উপলব্ধি করবেন প্রেমের কাছে সবই যেন তুচ্ছ। ভালবাসার পথে যতই সমস্যা আসুক না কেন নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা যায়। হাসি-মজায় ভরপুর এই ছবি যেন ভালবাসার পাঠও পড়াবে।