বিনোদন Koushani Mukherjee : বক্স অফিসে বহুরূপীর জয়জয়কার, শহর ছেড়ে ছুটির মেজাজে কৌশানী Koushani Mukherjee Holiday : বক্স অফিসে বহুরূপীর গ্র্যান্ড সাকসেস। ছবি সফল হতেই শহর ছাড়লেন কৌশানী। ছুটির মুডে একাধিক ছবি পোস্ট করলেন অভিনেত্রী। Written by Kasturi Kundu Koushani Mukherjee Holiday : বক্স অফিসে বহুরূপীর গ্র্যান্ড সাকসেস। ছবি সফল হতেই শহর ছাড়লেন কৌশানী। ছুটির মুডে একাধিক ছবি পোস্ট করলেন অভিনেত্রী। Kasturi Kundu 22 Nov 2024 19:14 IST Follow Us New Update শহর ছেড়ে ছুটির মেজাজে কৌশানী 1/7 বহুরূপীর সাফল্যের পর বহুরূপীর সাফল্যের পর অন্য রূপে ধরা দিলেন টলি ক্যুইন কৌশানী মুখোপাধ্যায়। ছুটির মুডে শহর থেকে দূরে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। 2/7 খোশ মেজাজে কৌশানীর সমাজমাধ্যমের পেজে চোখ রাখলে ছুটি কাটানোর রঙিন মুহূর্তের ছবি প্রায়ই দেখা যায়। বহুরূপী মুক্তি পাওয়ার পরই ফের ছুটি কাটাতে চলে গেলেন অভিনেত্রী। 3/7 হট বেব হট প্যান্ট আর ঢিলেঢালা শার্ট, দোসর সানগ্লাস আর হেয়ারব্যান্ড। ছুটির মেজাজে ছবি পোস্ট করলেন কৌশানী। Advertisment 4/7 ক্যামেরায় কেত কোথায় ঘুরতে গিয়েছেন সেটা অবশ্য বলেননি। তবে স্বচ্ছ নীল জলের মাঝে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিতেই ঘুম উড়ল কৌশানীর অনুরাগীদের। 5/7 কৌশানী ম্যাজিক বহুরূপী ছবিতে কৌশানীর ডাকাতিয়া বাঁশ যেন তাঁর কেরিয়ারের মোড় ঘোরানো পর্ব। ম্যাজিকের মতো সুপারহিট এই গানে মাতোয়ারা আমবাঙালি। 6/7 প্রচারেও জমজমাট নাচ সিনেমার প্রচারে যেখানেই গিয়েছেন সেখানেই সকলরের আবদারে ডাকাতিয়া বাঁশির তালে নেচেছেন কৌশানী। Advertisment 7/7 বনির উচ্ছ্বাস মনের মানুষের এহেন সাফল্যে উচ্ছ্বসিত কৌশাৈনীর কাছের মানুষ বনি। তাই তো ছবি হিট হতেই হাতে হাত রেখে একান্তে সময় কাটাচ্ছেন প্রেমিকযুগল। Koushani Mukherjee Bengali Film Industry Bengali Cinema Bengali Film Bengali Actress Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন