/indian-express-bangla/media/media_files/2024/11/22/XvQeiMOz6h6RXzUvfGTg.jpg)
শহর ছেড়ে ছুটির মেজাজে কৌশানী
/indian-express-bangla/media/media_files/2024/11/22/sP1PBCuOfQtZSfTRVaxv.jpg)
বহুরূপীর সাফল্যের পর
বহুরূপীর সাফল্যের পর অন্য রূপে ধরা দিলেন টলি ক্যুইন কৌশানী মুখোপাধ্যায়। ছুটির মুডে শহর থেকে দূরে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
/indian-express-bangla/media/media_files/2024/11/22/3BpUG1UgWYDskN7JZczY.jpg)
খোশ মেজাজে
কৌশানীর সমাজমাধ্যমের পেজে চোখ রাখলে ছুটি কাটানোর রঙিন মুহূর্তের ছবি প্রায়ই দেখা যায়। বহুরূপী মুক্তি পাওয়ার পরই ফের ছুটি কাটাতে চলে গেলেন অভিনেত্রী।
/indian-express-bangla/media/media_files/2024/11/22/3mABDB9txE6nUJUpsDie.jpg)
হট বেব
হট প্যান্ট আর ঢিলেঢালা শার্ট, দোসর সানগ্লাস আর হেয়ারব্যান্ড। ছুটির মেজাজে ছবি পোস্ট করলেন কৌশানী।
/indian-express-bangla/media/media_files/2024/11/22/OkegJ65pKLulFRMwO23k.jpg)
ক্যামেরায় কেত
কোথায় ঘুরতে গিয়েছেন সেটা অবশ্য বলেননি। তবে স্বচ্ছ নীল জলের মাঝে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিতেই ঘুম উড়ল কৌশানীর অনুরাগীদের।
/indian-express-bangla/media/media_files/2024/11/22/ACFrJJbiCKR6wSWts0H8.jpg)
কৌশানী ম্যাজিক
বহুরূপী ছবিতে কৌশানীর ডাকাতিয়া বাঁশ যেন তাঁর কেরিয়ারের মোড় ঘোরানো পর্ব। ম্যাজিকের মতো সুপারহিট এই গানে মাতোয়ারা আমবাঙালি।
/indian-express-bangla/media/media_files/2024/11/22/NHTetUrz7Fo4uUeKT7iG.jpg)
প্রচারেও জমজমাট নাচ
সিনেমার প্রচারে যেখানেই গিয়েছেন সেখানেই সকলরের আবদারে ডাকাতিয়া বাঁশির তালে নেচেছেন কৌশানী।
/indian-express-bangla/media/media_files/2024/11/22/3H2xvMXRFHUj5b78iQYv.jpg)
বনির উচ্ছ্বাস
মনের মানুষের এহেন সাফল্যে উচ্ছ্বসিত কৌশাৈনীর কাছের মানুষ বনি। তাই তো ছবি হিট হতেই হাতে হাত রেখে একান্তে সময় কাটাচ্ছেন প্রেমিকযুগল।