New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/18/owSgCDhGJODlvZN3z761.jpg)
পুলিশ ফাইলসে কবে দেখবেন 'আরজি কর কান্ড'?
পুলিশ ফাইলসে কবে দেখবেন 'আরজি কর কান্ড'?
এবার ছোট পর্দায় আরজি কর কাণ্ডের ছায়া। বলা ভাল একটানা ৩৬ ঘণ্টা ডিউটি করার পর মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ-খুনের সেই নৃশংস ঘটনাটাই এবার বোকা বাক্সতে বন্দি। ৮ ফেব্রুয়ারি আকাশ আটের পর্দায় পুলিশ ফাইলসের বিশেষ এপিসোডে দেখানো হবে আরজি কর কাণ্ডের হাড়হিম করা ঘটনা। ৯ ফেব্রুয়ারি তিলোত্তমার জন্মদিন। বিশেষ দিন উপলক্ষেই 'আরজি কর কান্ড' এপিসোডটি সম্প্রচার হবে।
দিনটা ছিল ৯ অগাস্ট, ২০২৪। রাত ৩টা থেকে ৬টার মধ্যে কলকাতার সরকারি হাসপাতাল আরজি করের পোস্টগ্রাজুয়েট শিক্ষানবিশ ডাক্তারের মর্মান্তিক ধর্ষণ ও খুনের ঘটনা সারা দেশকে নাড়িয়ে দেয়। হাসপাতালের সেমিনার রুমে উদ্ধার হয় তিলোত্তমার মৃতদেহ। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও উঠেছিল প্রতিবাদের ঝড়।
আদালতের রায়ে আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত একজনই সঞ্জয় রায়। যদিও এই রায়ে খুশি নয় আমজনতা থেকে চিকিৎসক মহল। প্রত্যেকের দাবি একটাই। তিলোত্তমা খুন-ধর্ষণ কাণ্ডে জড়িত একাধিক। তাঁদের প্রত্যেকের উপযুক্ত শাস্তিই কাম্য। ৯ ফেব্রুয়ারি তিলোত্তমার জন্মদিনে ন্য়ায় বিচারের দাবিতে পথে নামার আর্জি করেছেন মা-বাবা।
এক সাধারণ মেয়ের স্বপ্ন অকালেই শেষ হয়ে যায়! সারাজীবন মানুষের সেবায় যে নিজেকে নিযুক্ত রাখার প্রতিজ্ঞা করেছিলেন তাঁকেই নৃশংসভাবে খুন হতে হল। ঘটনার পর এতগুলো দিন কেটে গেলেও মানুষের মনে সেই ঘা একেবারে দগদগে। হাজার কাজের ব্যস্ততার মাঝেও তিলোত্তমার অপরাধীদের শাস্তির দাবিতে সুর চড়াচ্ছেন সাধারণ মানুষ।
অকালে হারিয়ে গেলো তিলোত্তমার মতো একটি উজ্জ্বল প্রাণ। এক বুক শূন্যতা নিয়ে বেঁচে রইলেন বাবা-মা। পুলিশ ফাইলস এ 'আরজি কর কান্ড'-র সম্প্রচার আরও একবার ভয়ংকর রাতের সেই নৃশংসতাকে জীবন্ত করে তুলবে। মূল চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের ভূমিকায় চন্দন বন্দ্যোপাধ্যায়। তিলোত্তমার বাবা ও মা আশীষ পাঠক ও রীনা মিত্র। রানা রায় থাকছেন প্রিন্সিপালের ভূমিকায়।