/indian-express-bangla/media/media_files/2024/12/31/4580sR5ZT0EzrIaSXSFY.jpg)
২০২৪- এর শেষ সন্ধ্যায় দুই সন্তানকে নিয়ে নতুন বছরের অপেক্ষায় রিয়া
/indian-express-bangla/media/media_files/2024/12/31/uuA1ji1VrkDDMkNEg8bs.jpg)
কী মনে রাখতে হবে?
সেরা জিনিস এখনও আসতে বাকি আছে। সেই সঙ্গে অবশ্যই মনে রাখতে হবে, কম প্রাপ্তির জন্য দুঃখ করবেন না। কারণ অনেক কিছু দেখে ক্লান্ত হয়ে পড়েছেন।
/indian-express-bangla/media/media_files/2024/12/31/CGKDWi88aoy1xAM7djtC.jpg)
বর্ষশেষে ফ্যামিলি টাইম
বছরের শেষ দিনে দুই সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন রিয়া। ছেলে-মেয়ের সঙ্গে ফটোশ্যুটে মাত দিলেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী।
/indian-express-bangla/media/media_files/2024/12/31/IKTissQYRinpFPMz3X8U.jpg)
হাঁটি হাঁটি পা পা
দুই সন্তানকে নিয়ে হাঁটি হাঁটি পা পা। লং গাউনে নজরকাড়া রিয়া। স্বামীর সঙ্গে সমস্যার কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। সেসব ভুলে আপাতত সন্তানদের নিয়েই পথ চলতে চান রিয়া।
/indian-express-bangla/media/media_files/2024/12/31/hLcVvAWSJMn5HookUhCX.jpg)
স্নেহের পরশ
ক্যামেরাবন্দি মা-ছেলের আদুরে মুহূর্ত। হাত দিয়ে হৃদয় বানিয়ে মেয়ের সঙ্গেও ছবি তুলেছেন। স্নেহের চাদরে এভাবেই মুড়ে রেখেছেন দুই ছেলেমেয়েকে।
/indian-express-bangla/media/media_files/2024/12/31/8nTwvl9jBbWoNSSYQIrW.jpg)
ঘোড় সওয়ার
ঘোড়ার পিঠে চড়ে সওয়ারি দুই ছেলে-মেয়ের। সামনে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ রিয়ার। ছবি পোস্ট করতেই লাইক-কমেন্টের ভরে গিয়েছে কমেন্ট বক্স।
/indian-express-bangla/media/media_files/2024/12/31/rg0jEwjJunEdVvmSBzQO.jpg)
বছরের শেষ সন্ধ্যা
২০২৪-এর শেষ সন্ধ্যা। সব কিছু পিছনে ফেলে বছরের শেষ সন্ধ্যাটা আরও ভালভাবে কাটুক। আমাদের আর কিছুর প্রয়োজন নেই। বিশেষ করে ২০২৫-এ যাঁদের ফলো করা একদম উচিত নয়।
/indian-express-bangla/media/media_files/2024/12/31/z8XlCoLWybEFI8GoOMXZ.jpg)
সিঙ্গল ক্লিক
দুই ছেলেমেয়েকে নিয়ে তো অনেক ছবিই তুলেছেন। তার মাঝে টুক করে একটা সিঙ্গল ছবিও ক্লিক করলেন রিয়া। পর্দায় ভিলেনের চরিত্রে অভিনয় করলেও, বাস্তবে গ্ল্যামারস রিয়া কিন্তু, একদম আলাদা।