/indian-express-bangla/media/member_avatars/2024/12/18/2024-12-18t155945930z-whatsapp-image-2024-12-15-at-102343-am.jpeg )
/indian-express-bangla/media/media_files/2024/11/17/iDNfhKe8biSjilFKxqLb.jpg)
সৌমিতৃষার নতুন লুক
/indian-express-bangla/media/media_files/2024/11/17/WrZVP6I4RRJwtodEQAQs.jpg)
লাল শাড়িতে সৌমিতৃষা
লালা শাড়ি-ব্লাউজ, কপালে বড় লাল টিপ আর চওড়া সিঁদুর। খোলা চুলে সাবেক সাজে ধরা দিয়েছেন সৌমিতৃষা।
/indian-express-bangla/media/media_files/2024/11/17/iconJMXiprbrkaJdkXw5.jpg)
আনমনা সৌমিতৃষা!
পুকুরপাড়ে চুল এলিয়ে ক্যামেরায় লেন্সবন্দি সৌমিতৃষা কুণ্ডু। গ্রাম্য বধূর সাজে নতুন লুকে ধরা দিয়েছেন ছোট পর্দার মিঠাইরানি।
/indian-express-bangla/media/media_files/2024/11/17/g6dqdGRKHhCihFi1pbkb.jpg)
কোন চরিত্রে সৌমিতৃষা?
মিঠাইরানির ট্রাডিশনাল লুক তো এর আগে বাংলা মেগা মিঠাই ও তাঁর প্রথম সিনেমা প্রধানে দেখেছে দর্শক। তবে গ্রাম্য বধূর বেশে প্রথমবার ধরা দিতে আসছেন সৌমিতৃষা।
/indian-express-bangla/media/media_files/2024/11/17/zvphlQCXDFMUvEA005bf.jpg)
সৌমিতৃষা যখন 'দেবী'
মিঠাই-রুমির পর এবার দেবীর ভূমিকায় দেখা যাবে সৌমিতৃষাকে। নতুন রুপে সৌমিতৃষাকে কিন্তু, এবার সিনেমার পর্দা বা ছোট পর্দায় দেখা যাবে না। মুঠোপোনে বন্দি হচ্ছেন সকলের প্রিয় সৌমিতৃষা কুণ্ডু।
/indian-express-bangla/media/media_files/2024/11/17/uz5oNKB4mgO9kKZpNGyE.jpg)
কোন সিরিজে সৌমিতৃষা?
অয়ন চক্রবর্তীর আপকামিং সিরিজ কালরাত্রিতে দেখা যাবে সৌমিতৃষাকে। এখানেই দেবীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তারই কয়েক ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী।
/indian-express-bangla/media/media_files/2024/11/17/cnBNYHcxqnLfg1zKA8r4.jpg)
কোথা দেখা যাবে?
সৌমিতৃষার ডেবিউ ওয়েব সিরিজ কালরাত্রি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে। নভেম্বর থকেেই শুরু হবে স্ট্রিমিং।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/08/mithai-f.jpg)
সাফল্যের সূত্রপাত
মিঠাই ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন সৌমিতৃষা কুণ্ডু। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। সুপারস্টার দেবে বিপরীতে কাজের সুযোগ পেয়েছেন। এবার ওয়েবের দর্শকের দিল জয় করতে পারেন কিনা সেটাই দেখার।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/dev-1.jpg)
কাউন্টডাউন শুরু
দেবের সঙ্গে প্রধানের পর এবার নতুন সিরিজের স্ট্রিমিংয়ের জন্য কাউন্টডাউন শুরু করে দিয়েছেন সৌমিতৃষা। আর তাঁকে দেবী রুপে দেখতে মুখিয়ে তাঁর অগণিত ভক্ত।