/indian-express-bangla/media/media_files/2025/07/18/dscds-2025-07-18-17-38-30.jpg)
কে এই অভিনেতা?
/indian-express-bangla/media/media_files/2025/07/18/518586726_18323033980226836_3003457621400428190_n-2025-07-18-17-39-01.jpg)
এ কী হাল!
পূর্ব বর্ধমানে বাংলা ধারাবাহিকের এককালীন জনপ্রিয় অভিনেত্রী ভবঘুরের মতো বেরাচ্ছেন। সম্প্রতি খোঁজ মিলেছে সেই সুমি হর চৌধুরীর। এবার ঠিক তাঁরই মতো অবস্থা আরও একত জনপ্রিয় বাঙালি অভিনেতার! গায়ে কম্বল, নোংরা বস্ত্র, ধূলোমাখা শরীরে রাস্তায় বসে। কে এই অভিনেতা, চিনতে পারছেন?
/indian-express-bangla/media/media_files/2025/07/18/518160800_18323033977226836_5241460059997378785_n-2025-07-18-17-39-01.jpg)
চিনতে পারছেন অভিনেতাকে?
একটু ভাল করে খেয়াল করে দেখুন তো এই 'ভবঘুরে' বাঙালি অভিনেতাকে চিনতে পারছেন কিনা। বাংলা মেগা 'কোন গোপনে মন ভেসেছে'-র চরিত্র রঘু, যাকে দেখতে পুরোপুরি মন্দারের মতো। ঘটনাচক্রে স্মৃতিশক্তি হারিয়ে মন্দার নিজেকে রঘু বলে পরিচয় দিত। তিনি বাস্তবের দেবজ্যোতি রায় চৌধুরী।
/indian-express-bangla/media/media_files/2025/07/18/520229483_18323033983226836_8748356360838186491_n-2025-07-18-17-39-01.jpg)
চরিত্রের প্রয়োজনে
মেগার চরিত্রের প্রয়োজনে 'ভবঘুরে'-এর সাজে দেবজ্যোতি। প্রথম দেখায় কিন্তু, তাঁকে চেনা সত্যিই দায়।
/indian-express-bangla/media/media_files/2025/07/18/481863880_18306971089226836_4917937699355591594_n-2025-07-18-17-39-01.jpg)
রিল টু রিয়েল
রিয়েলে দিবজ্যোতি ঠিক এইরকমই একজন সুপুরুষ। ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ। তঁর একটা বিরাট ফ্যানবেসও আছে।
/indian-express-bangla/media/media_files/2025/07/18/491460111_18313000003226836_1585932000216813185_n-2025-07-18-17-39-01.jpg)
দেবজ্যোতির সিরিয়াল
'ফেলনা', 'বউমা একঘর', 'কপাল কুণ্ডলা'-র মতো ধারাবাহিকে কাজ করে বাংলা মেগার দর্শকের প্রশংসা কুড়িয়েছেন দেবজ্যোতি।