/indian-express-bangla/media/media_files/2025/08/28/jeetu-2025-08-28-11-43-39.jpeg)
ভালবাসার মরশুম
/indian-express-bangla/media/media_files/2025/08/28/sgsf-2025-08-28-11-46-36.jpeg)
সারপ্রাইজ!
২৮ অগাস্ট জীতু কমলের জন্মদিন। আর জীবনের এই বিশেষ দিনের আগেই মনের মানুষকে মনের কথা বলে দিলেন। মাঝ গঙ্গায় মাখমাখ প্রেমের মুহূর্তে কার সঙ্গে ধরা দিলেন 'বার্থ ডে বয়' জীতু কমল?
/indian-express-bangla/media/media_files/2025/08/28/srgrg-2025-08-28-11-46-36.jpeg)
উৎফুল্ল দিতিপ্রিয়া
গঙ্গাবক্ষে বেলুন দিয়ে সাজানো লঞ্চ-মাঝ আকাশে ফুটে ওঠা আই লাভ ইউ এসব দেখে তো একেবারে স্তম্ভিত দিতিপ্রিয়া! ভালবাসার মানুষের থেকে এমন সারপ্রাইজ পেয়ে আবেগে চোখে জল অভিনেত্রীর।
/indian-express-bangla/media/media_files/2025/08/28/sdgdfg-2025-08-28-11-46-36.jpeg)
কল্পনাতীত মুহূর্ত
জীতু-দিতিপ্রিয়ার এই রোম্যান্টিক মুহূর্তটা 'চিরদিনই তুমি যে আমার'-এই ধারাবাহিকের সৌজন্যে। আগামী ৩০ ও ৩১ অগাস্ট সম্প্রচারিত হবে স্পেশাল এপিসোড। তার আগে মুক্তি পেল মেগার প্রোমো, যা দেখে উচ্ছ্বসিত এই সিরিয়ালে দর্শক।
/indian-express-bangla/media/media_files/2025/08/28/sdfsdfsd-2025-08-28-11-46-36.jpeg)
অপেক্ষার অবসান
আর্য-অপর্ণার রোম্যান্টিক প্রেমের মুহূর্তের অপেক্ষায় ছিল এই ধারাবাহিকের দর্শক। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে 'চিরদিনই তুমি যে আমার'-এর সেই বিশেষ মুহূর্তের ঝলক। দর্শক যে অধীর আগ্রহে অপেক্ষারত ৩০ ও ৩১ অগাস্টের জন্য সে কথা বলাইবাহুল্য।
/indian-express-bangla/media/media_files/2025/08/28/sdfsdf-2025-08-28-11-46-36.jpeg)
আর্যর বাহুলগ্না অপর্ণা
নয় কোনও বাধা, নেই কোনও দ্বন্দ। গঙ্গাবক্ষে সাজানো লঞ্চের উপর খোলা আকাশের নীচে দু'হাত বাড়িয়ে ভালবাসার মানুষটাকে বুকে আগলে নিল আর্য। প্রিয়তমর বাহুলগ্না হতেই আনন্দে চোখে জল অপর্ণার। সব বাধা বিপত্তি, দ্বন্দ, পিছুটান কাটিয়ে অবশেষে আর্য তার মনের কথা জানালো অপর্ণাকে। আকাশের বুকে-গোটা শহরকে সাক্ষী রেখে আর্য তার ভালবাসা জাহির করল অপর্ণার কাছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/28/dgdg-2025-08-28-11-46-36.jpeg)
তোমাকেই ভালবেসেছি...
'চিরদিনই তুমি যে আমার'-এর বিশেষ পর্ব তোমাকেই ভালবেসেছি.। প্রোমো প্রকাশ্যে আসতেই ভালবাসায় ভাসছে আর্য-অপর্ণা। এখন শুধু অপেক্ষা এই স্পেশাল এপিসোডের সম্প্রচারের।