/indian-express-bangla/media/media_files/2025/09/26/cats-2025-09-26-14-42-03.jpg)
পুজোর গানে
/indian-express-bangla/media/media_files/2025/09/26/kjhkj-2025-09-26-14-36-23.jpeg)
পুজোর গান
শারদীয়ার আমেজে পুজোর নতুন গান আমবাঙালির চেনা ছবি। পুজো আর পুজোর গান একে অপরের পরিপূরক। পুজোর গান ছাড়া মায়ের আহ্বান যেন অসম্পূর্ণ। চলতি বছরেও এর ব্যতিক্রম হচ্ছে না। আসছে পুজোর নতুন গান 'দুগ্গা মায়ের জয়'। আর এই গানের অন্যতম চমক কামারহাটির বিধায়ক মদন মিত্র।
/indian-express-bangla/media/media_files/2025/09/26/sdfsdf-2025-09-26-14-36-23.jpeg)
মারকাটারি সাজে মদন
এই মিউজিক ভিডিয়োতে অতিথি শিল্পী হিসেবে রয়েছেন মদন মিত্র। হলুদ ধুতি পাঞ্জাবি আর রোদ চশমায় 'সুপারকুল'। কখনও ঢাক বাজাচ্ছেন তো কখনও আবার জন-শুভাঙ্কির সঙ্গে পোজ দিচ্ছেন। মিউজিক ভিডিও-র দুই শিশুশিল্পীকে আগলেও ক্যামেরায় পোজ দিয়েছেন বিধায়ক।
/indian-express-bangla/media/media_files/2025/09/26/dfgdr-2025-09-26-14-36-23.jpeg)
পুজোর গানে নতুন জুটি
চলতি বছরে পুজোর গানে নতুন জুটি জন-শুভাঙ্কি। এছাড়াও এই গানে রয়েছে দুই খুদে উজান এবং ইভান্না। ইতিমধ্যেই পুজোর এই নতুন গান মুক্তির পরই মন ছুঁয়েছে আমবাঙালির। নাচে-গানে জমজমাট জন-শুভাঙ্কির পুজো প্রেমের সাক্ষী মদন মিত্র।
/indian-express-bangla/media/media_files/2025/09/26/sgsdfg-2025-09-26-14-36-23.jpeg)
ইন্দো-ওয়েস্টার্নে পুজোর গান
জনের পরনে ডেনিম জিন্স আর কালো নেটের শার্ট। আর শুভাঙ্কি সেজেছেন উজ্জ্বল রঙের লেহেঙ্গায়। পুজোর এই নতুন মিউজিক ভিডিওতে জন-শুভাঙ্কির অন স্ক্রিন কেমিস্ট্রি একেবারে জমে ক্ষীর ৷ পুজোর প্রেম, নাচে গানে জমজমাট এই মিউজিক ভিডিও মুক্তির পরই প্রশংসিত দর্শকমহলে।
/indian-express-bangla/media/media_files/2025/09/26/awdqwed-2025-09-26-14-40-45.jpg)
কণ্ঠের জাদুতে
পুজোর গান 'দুগ্গা মায়ের জয়'-এর সুরকার সম্রাট রায় আর কণ্ঠ দিয়েছেন অন্বেষা দত্তগুপ্ত, সুপ্রতীপ ভট্টাচার্য। উল্লেখ্য, গানটির নির্দেশনাও দিয়েছেন সম্রাট রায়।