/indian-express-bangla/media/media_files/2025/09/07/xvsdf-2025-09-07-14-56-38.jpeg)
কপাল খুলতে রূপান্তরকামীদের সঙ্গে কাঞ্চনা
/indian-express-bangla/media/media_files/2025/09/07/adfasd-2025-09-07-14-57-40.jpeg)
কপালের বিশেষ প্রদর্শনী
৭ সেপ্টেম্বর, রবিবার অনুষ্ঠিত হল কাঞ্চনা মৈত্র অভিনীত আগামী ছবি কপাল-এর বিশেষ প্রদর্শনী। গড়িয়াহাটের সাউন্ডহাউস ব্লুজ ফ্যাসিলিটি ২-তে উপস্থিত ছিল রূপান্তরকামী সম্প্রদায়ের সদস্যরা। সঙ্গে ছিলেন কপাল-এর কেন্দ্রীয় চরিত্র কাঞ্চনা মৈত্রও। রূপান্তরকামীদের উপস্থিতিতে এই ছবির বিশেষ প্রদর্শনীকে পৌঁছে দিয়েছে এক অন্য মাত্রায়। যা সিনেদুনিয়ায় নয়া নজির সৃষ্টি করল।
/indian-express-bangla/media/media_files/2025/09/07/sdfdsf-2025-09-07-14-57-40.jpeg)
উপস্থিত সদস্য
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, রাজা সরকার, সুকন্যা দত্ত, সংগীত পরিচালক পণ্ডিত পিনাকী বোস, প্রযোজক আরিয়ান ঘোষ এবং ছবির পরিচালক সুবেন্দু ঘোষ। তাঁরা সেখানে উপস্থিত প্রতিটি দর্শকদের সঙ্গে কথা বলেন এবং ছবি তৈরির জার্নি নিয়ে নানান অভিজ্ঞতা ভাগ করে নেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/07/xdvsdfd-2025-09-07-14-57-40.jpeg)
পরিচালকের কথায়
পরিচালক সুবেন্দু ঘোষ বলেন, 'সিনেমা তৈরির উদ্দেশ হল সমাজকে একত্রিত করা ও অজানা গল্প সকলের সামনে তুলে ধরা। রূপান্তরকামী সম্প্রদায়ের উপস্থিতিতে 'কপাল'-এর প্রদর্শনী সত্যিই বিশেষ প্রাপ্তি।, কারণ ছবিটি প্রতিনিধিত্ব ও গ্রহণযোগ্যতার প্রতীক।'
/indian-express-bangla/media/media_files/2025/09/07/xfdfgd-2025-09-07-14-57-40.jpeg)
কাঞ্চনার মতে
অভিনেত্রী কাঞ্চনা মৈত্র বলেন, 'কপাল কেবল একটি ছবি নয় এটি এমন একটি অভিজ্ঞতা যা আমাদের দৃষ্টিভঙ্গিকে নাড়িয়ে দেবে। আজ যে ভালবাসা ও উৎসাহ আমরা পেয়েছি তা আমাদের ছবিকে আরও অর্থবহ করে তুলতে অনুপ্রেরণা জোগাবে।'
/indian-express-bangla/media/media_files/2025/09/07/sdfsd-2025-09-07-14-59-54.jpeg)
উচ্ছ্বসিত রূপান্তরকামী সম্প্রদায়
'কপাল ছবি দেখলে কপাল খুলবে' এমনটাই বললেন ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত রূপান্তরকামীরা। এই ধরনের উদ্যোগে তাঁরা খুশি। ছবিটি মুক্তি পাবে আগামী ১৯ই সেপ্টেম্বর।