/indian-express-bangla/media/media_files/2025/08/24/nusrat-2025-08-24-15-30-24.jpeg)
নুসরতের পারফরম্যান্স
/indian-express-bangla/media/media_files/2025/08/24/rb04293-2025-08-24-15-35-32.jpg)
জমকালো পারফরম্যান্স
পুজোর আগেই যেন কলকাতার নিউ মার্কেট এলাকায় উৎসবের আমেজ। কাজের ব্যস্ততার ফাঁকে টুকিটাকি শপিং করছে আমবাঙালি। নিউ মার্কেট তো পুজোর কেনাকাটার আতুড় ঘর। ওই চত্ত্বরে যখন বেশ কিছু দোকানে ভিড় জমেছে তখন সেখানে হাজির টলি ক্যুইন নুসরত জাহান। পুজোর ছবি 'রক্তবীজ ২'-এর এনার্জি ট্র্যাক অর্ডার ছাড়া বর্ডার-এর তালে কোমর দোলালেন টলি ক্যুইন। অভিনব প্রচারকৌশলে তাক লাগিয়ে দিল উইন্ডোজ প্রযোজনা সংস্থা, সে কথা বলাইবাহুল্য।
/indian-express-bangla/media/media_files/2025/08/24/dfvdf-2025-08-24-15-35-07.jpeg)
উচ্ছ্বসিত জনতা
ভিড়ের মাঝে অর্ডার ছাড়া বর্ডার গানে নুসরত পারফরম্যান্স একেবারে চেটেপুটে উপভোগ করছে উপস্থিত প্রত্যেকে। টেলিভিশন বা সিনেমার পর্দায় যাকে সবসময় দেখে অভ্যস্ত, তিনিই যখন সামনে আসেন স্বাভাবিকভাবেই উত্তেজনায় ফেটে পড়ে আমজনতা। নুসরতের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। হাজার ক্যামেরার ফ্ল্যাশলাইটে যেন ঝলসে যাচ্ছিল নিউ মার্কেট চত্ত্বর। দুর্গাপুজোয় ‘রক্তবীজ ২’ মুক্তির আগে শিবপ্রসাদ-নন্দিতার ভাবনার তারিফ করেছে বাংলার মানুষ।
/indian-express-bangla/media/media_files/2025/08/24/rb04305-2025-08-24-15-35-32.jpg)
নুসরতের আইটেম নম্বর
নুসরতকে শেষ দেখা গিয়েছিল 'আড়ি'-তে। যশ-নুসরতের প্রযোজনা সংস্থার তরফে তৈরি এই ছবিতেও আইটেম ডান্সে পারফর্ম করেছিলেন শ্রাবন্তী। তার আগে সেন্টিমেন্টালে আইটেম ডান্সে মাত দিয়েছিলেন তৃণা সাহা-নীল ভট্টাচার্য। নিজের প্রযোজনা সংস্থায় আইটেম ডান্স না করলেও উইন্ডোজের প্রস্তাবে রাজি হন নুসরত।
/indian-express-bangla/media/media_files/2025/08/24/rb04348-2025-08-24-15-35-32.jpg)
অভিনেত্রীর প্রতিক্রিয়া
নুসরত বলেন, 'এটাই ছিল আমার প্রথম ফ্ল্যাশ মব পারফরম্যান্স। আমি ভীষণ নার্ভাস ছিলাম, জানতাম না কীভাবে হবে। কিন্তু পুরো অভিজ্ঞতাটা ছিল অসাধারণ। বিষয়টা আমার কাছে সম্পূর্ণ নতুন। মানুষদের উন্মাদনা, গান উপভোগ, পারফরম্যান্সের তালে মেতে ওঠা সব মিলিয়ে দারুণ লেগেছে। আমার প্রথম অভিজ্ঞতা ভোলার নয়। আমি ভীষণ মজা করে কাজটা করলাম। '
/indian-express-bangla/media/media_files/2025/08/24/rb04370-2025-08-24-15-35-32.jpg)
উইন্ডোজ মানেই...
উইন্ডোজ প্রযোজনা সংস্থা প্রতি ছবিতেই কোনও না কোনও চমক দেয়। বহুরূপী’র 'ডাকাতিয়া বাঁশি'তেও একইভাবে প্রচার সেরে তাক লাগিয়েছিলেন শিবু-নন্দিতা। আর রক্তবীজ ২-এ তো একদিকে মিমির বিকিনি লুক তো অন্যদিকে নুসরতের আইটেম গানে পারফরম্যান্সে ইতিমধ্যেই দর্শকমহলে ছবি ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে।