Advertisment

Budget 2025 : বাজেটে কেন্দ্রের বিরাট চমক! রেল নিয়ে অভাবনীয় ভাবনা মোদী সরকারের

Budget 2025 : ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমণ। এবারের বাজেটে রেলের নিরাপত্তা থেকে যাত্রী স্বাচ্ছন্দ্য সবেতেই থাকতে পারে বিরাট চমক।

author-image
IE Bangla Web Desk
New Update
100 amrit bharat express and 10 vande bharat sleeper many announcements

বাজেটে কেন্দ্রের বিরাট চমক! রেল নিয়ে অভাবনীয় ভাবনা মোদী সরকারের Photograph: (ফাইল ছবি)

Budget 2025 : ১০০টি অমৃত ভারত এক্সপ্রেস এবং ১০টি বন্দে ভারত স্লিপার! বাজেটে রেল নিয়ে অনেক বড় ঘোষণার সম্ভাবনা।

Advertisment

১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমণ। এবারের বাজেটে রেলের নিরাপত্তা থেকে যাত্রী স্বাচ্ছন্দ্য সবেতেই থাকতে পারে বিরাট চমক। বাজেটে নতুন অমৃত ভারত এক্সপ্রেস এবং বন্দে ভারত স্লিপার ট্রেনের ঘোষণা করা হতে পারে। এছাড়াও, এবার রেল বাজেট বরাদ্দ গত বছরের তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ বাড়ানো হতে পারে।

বিশেষজ্ঞদের ধারণা ২০২৫-২৬ অর্থবর্ষে রেলের বাজেট ৩ লক্ষ কোটি টাকা থেকে ৩.৫০ লক্ষ কোটি টাকার মধ্যে হতে পারে। ২০২৪-২৫ অর্থবর্ষে যে পরিমাণ ছিল ২.৬৫ লক্ষ কোটি টাকা।

দেশবাসী অধীর আগ্রহে বন্দে ভারত স্লিপার ট্রেনের জন্য অপেক্ষা করছে। এই বাজেটে নতুন বন্দে ভারত স্লিপার এবং অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ঘোষণা করা হতে পারে। কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এবারের বাজেটে ১০টি বন্দে ভারত স্লিপার এবং ১০০টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ঘোষণা করা হতে পারে। সরকার রেলের নিরাপত্তা ও যাত্রী স্বাচ্ছন্দ্যের প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছে। এই কারণেই রেলপথ দ্রুত আধুনিকীকরণ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে, এই বাজেটে অনেক নতুন ট্রেনের ঘোষণা করা হতে পারে। সরকার রেলস্টেশনগুলিকেও আধুনিকীকরণের কাজ ইতিমধ্যেই শুরু করেছে।  

Advertisment

২০২৫ সালের বাজেটে বুলেট ট্রেনের বাজেট বাড়ানো হতে পারে। মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড রেল করিডোর (MAHSR) দ্রুত গতিতে সম্পন্ন করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবারের বাজেটে। রেল দুর্ঘটনা প্রতিরোধে আরও বেশি সংখ্যক ট্রেনে কাভাচ সিস্টেম বসানোর  বিষয়ে সরকারের তরফে বড় ঘোষণা করা হতে পাশাপাশি, রেলে এআই প্রযুক্তি নিয়েও কিছু ঘোষণার সম্ভাবনা রয়েছে আসন্ন বাজেটে। 

Budget
Advertisment