Advertisment

Republic Day 2025: সাহসিকতাকে স্যালুট! প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বীরত্বের মুকুট কত জনের মাথায়?

Republic Day 2025: এবার প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সরকার পরিষেবা পদক এবং বীরত্বের পুরস্কার ঘোষণা করেছে। তালিকায় রয়েছেন ৯৫ জন সেনা, ১০১ জনকে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদক এবং ৭৪৬ জনকে পরিষেবা পদক প্রদান করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Republic Day 2025

সাহসিকতাকে স্যালুট! প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বীরত্বের মুকুট কত জনের মাথায়? Photograph: (ফাইল ছবি)

Gallantry Awad 2025: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বীরত্বের মুকুট! অসীম সাহসিকতার জন্য প্রজাতন্ত্র দিবসের আগে পুলিশ, দমকল,  হোমগার্ড এবং সিভিল ডিফেন্স এবং সংশোধনাগারের কর্মরত মোট ৯৪২ জন কর্মীকে বীরত্ব এবং পরিষেবা পদক প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে পুরষ্কারপ্রাপকদের তালিকায় রয়েছেন পুলিশ, ফায়ার ব্রিগেড, হোমগার্ড এবং সিভিল ডিফেন্সের কর্মী এবং সংশোধনাগারে কর্মরত কর্মীরা। 

Advertisment

প্রতি বছর, সেনাবাহিনী, সিআরপিএফ, আইটিবিপি এবং পুলিশ কর্মী এবং অফিসাররা যারা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পান, তাদের তালিকা প্রকাশিত হয়। এই সাহসীকতার পুরস্কার বছরে দুবার ঘোষণা করা হয়। প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে সাহসিকতার পুরস্কার ঘোষণা করা হয়।

এবার প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সরকার পরিষেবা পদক এবং বীরত্বের পুরস্কার ঘোষণা করেছে। তালিকায় রয়েছেন ৯৫ জন সেনা, ১০১ জনকে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদক এবং ৭৪৬ জনকে পরিষেবা পদক প্রদান করা হবে।  

মাওবাদী এলাকার ২৮ জন, জম্মু ও কাশ্মীরের ২৮ জন, উত্তর-পূর্ব ভারতের ৩ জন এবং অন্যান্য অঞ্চলের ৩৬ জন সেনা জওয়ানকে  তাদের সাহসিকতার জন্য  সম্মানিত করা হচ্ছে। এর মধ্যে ৭৮ জন পুলিশ কর্মী এবং ১৭ জন দমকল বিভাগের কর্মীরা রয়েছেন। 

Advertisment

যদি রাজ্য ভিত্তিক গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডের তথ্যের দিকে নজর রাখি রাহলে দেখা যাবে ছত্তিশগড়ের ১১ জন, ওড়িশার ৬ জন, উত্তরপ্রদেশের ১৭ জন এবং জম্মু ও কাশ্মীরের ১৫ জন পুলিশ কর্মীকে এই পুরস্কার দেওয়া হয়েছে। একই সময়ে, অসম  রাইফেলসের ১ জন, বিএসএফের ৫ জন, সিআরপিএফের ১৯ জন, এসএসবি-র ৪ জন জওয়ানকে বীরত্বের সম্মান প্রদান করা হয়েছে। এছাড়াও, উত্তরপ্রদেশ দমকল বিভাগের ১৬ জন দমকল কর্মী এবং জম্মু ও কাশ্মীর দমকল বিভাগের একজন কর্মীকে এই পুরষ্কার প্রদান করা হয়েছে ।

Republic Day
Advertisment