Advertisment

Manmohan Singh Memorial: দিল্লিতে মনমোহনের নামে স্মৃতিসৌধ! বিতর্কের ইতি টেনে বিরাট ঘোষণা মোদী সরকারের

Manmohan Singh Memorial: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরি করবে মোদী সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেস সভাপতি খাড়গে এবং মনমোহন সিংয়ের পরিবারকে জানিয়েছেন যে সরকার স্মৃতিসৌধের জন্য জায়গা বরাদ্দ করবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Manmohan Singh Memorial

দিল্লিতে মনমোহনের নামে স্মৃতিসৌধ! বিতর্কের ইতি টেনে বিরাট ঘোষণা মোদী সরকারের Photograph: (ফাইল ছবি)

Manmohan Singh Memorial: দিল্লিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে হবে স্মৃতিসৌধ! বিতর্কের ইতি টেনে বিরাট ঘোষণা মোদী সরকারের। 

Advertisment

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরি করবে মোদী সরকার।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেস সভাপতি খাড়গে  এবং মনমোহন সিংয়ের পরিবারকে জানিয়েছেন যে সরকার স্মৃতিসৌধের জন্য জায়গা বরাদ্দ করবে।

দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরি করবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে সরকার এর জন্য জায়গা বরাদ্দ করবে। এই বিষয়ে প্রয়াত মনমোহন সিং-য়ের পরিবার এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে তথ্য দিয়েছে কেন্দ্র।  শুক্রবার গভীর রাতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই তথ্য দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

চোখের জলে মনমোহনকে বিদায়, শোকে ভাসছে গোটা দেশ! শেষ শ্রদ্ধা মোদী, মুর্মু, রাহুলের

Advertisment

মন্ত্রিসভার বৈঠকের পরপরই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খাড়গে এবং মনমোহন সিংয়ের পরিবারকে জানান যে সরকার স্মৃতিসৌধের জন্য জায়গা বরাদ্দ করবে। এর আগে কংগ্রেসের  জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর সম্মানে দিল্লিতে যমুনা নদীর তীরে একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছিলেন। তিনি চিঠিতে লিখেছেন যে ডঃ মনমোহন সিংয়ের অবদান এবং মর্যাদা বিবেচনা করে তাঁর শেষকৃত্যের জন্য একটি জায়গা বরাদ্দ করা উচিত, যেখানে তাঁর নামে একটি স্থায়ী স্মৃতিসৌধ তৈরি করা যেতে পারে।

২৬ ডিসেম্বর রাত্রে প্রয়াত হন  প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।  হঠাৎ তাঁর স্বাস্থ্যের অবনতি হলে তাকে AIIMS-এ ভর্তি করা হয়। যেখানেই তাঁর মৃত্যু হয়। শনিবার সকাল ১১.৪৫ মিনিটে  নয়াদিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে।

Manmohan Singh passes away Manmohan Singh
Advertisment